Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৬, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শুক্রবার থেকে পর্দা উঠবে বরিশাল অভিরুচি সিনেমা হলের 
Thursday October 15, 2020 , 8:51 pm
Print this E-mail this

কিছু কিছু ঘড় বন্ধি মানুষ একটু বিনোদনের জন্য হলে এসে বড় পর্দায় ছবি চাইবে

শুক্রবার থেকে পর্দা উঠবে বরিশাল অভিরুচি সিনেমা হলের


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : দীর্ঘ সাড়ে ছয় মাস পর বরিশালের চলচ্চিত্র বিনোদনের একমাত্র প্রেক্ষাগৃহ অভিরুচি সিনেমা হল বাংলার সুপার স্টার হিরো শাকিব খানের ‘‘শাহেনশাহ’’ ছবির প্রদর্শণের মাধ্যমে প্রেক্ষাগৃহ হলটি সরকারী নির্দেশনা খুলে দেওয়া হবে।বৈশ্বিক কোভিড-১৯ করোনা কালীন সময় দেশব্যাপি সকল চলচিত্র প্রদর্শনের সিনেমা হল চলার মাধ্যমে সাধারণ জনগণের স্বাস্থ্য ঝুকি বৃদ্ধি পাওয়ার আশংকায় সরকারের নির্দেশে তথ্য মন্ত্রালয় সিনেমা হলের চলচিত্র পদর্শণ বন্ধ করে দেয়। শুক্রবার নতুন করে সিনেমা হল চালু হওয়ার ঘোষনায় আজ বৃহস্পতিবার বন্ধ থাকা অভিরুচি সিনেমা হলের ভিতরের দর্শকদের বসার চেয়ারগুলো পরিস্কার-পরিচ্ছনতা করা সহ হলের বিভিন্নস্থানে জীবানুনাশক স্প্রে দিয়ে করোনা থেকে ঝুকি মুক্ত করেন। বৃহস্পতিবার দুপুরে দেখা যায় অভিরুচি সিনেমা হলের সু-মধূর কন্ঠের প্রচারক মাসুম শাকিব খানের ‘‘শাহেনশাহ’’ চলচ্চিত্রের পোস্টার আটা দিয়ে সাটানোর কাজ করছে। অন্য সকল স্টাফরা হলের মেশিন রুম থেকে শুরু করে হলের দর্শকদের বসার সিটগুলো নতুন দেখে শুনে ঝালিয়ে নিচ্ছেন।এব্যাপারে অভিরুচি প্রেক্ষাগ্রহের পরিচালক সৈয়দ রেজাউল কবীর বলেন, বর্তমান করোনার মধ্যেও সরকার বন্ধ থাকা সিনেমা হলগুলো খুলে দেয়ার কারনে প্রেক্ষাগৃহের মালিক পক্ষ আর্থিক ক্ষতির সম্মুখিন তো হয়েছে। অন্যদিকে গত সাড়ে ছয় মাস হলগুলো বন্ধ থাকার কারণে হলের সাধারন কর্মচারীরা আর্থিক অনটনের মধ্যে মানবতার জীবন যাপন করেছে। সিনেমা হলের কোন কর্মচারী সরকারীভাবে কারো কাছ থেকে কোন ধরণের সাহায্য সহযোগীতা পায়নি। এছাড়া আমরা শুক্রবার সিনেমা হলে দর্শকদের প্রবেশকালীন সময় আমাদের নিজস্ব অর্থায়নে মাক্স বিহীন দর্শকদের মাক্স দিয়ে প্রবেশ করার সিদ্ধান্ত গ্রহন করেছি। একই সময় করোনা ঝুকি এড়াতে জিবানুনাশক স্প্রে ছিটানো সহ সকল ধরনের পরিচ্ছন্নতার ব্যবস্থা করা হয়েছে। রেজাউল কবীর আরো বলেন বর্তমানে চলচিত্রের সকল ধরণের কার্যক্রম বন্ধ থাকার কারণে নতুন কোন ছবি নির্মান না হওয়ায় পুরানো ছবি দিয়ে হল চালু করা হচ্ছে। এখানে পুরান ছবিতে বড় ধরণের দর্শকদের চাপ পড়বে বলে মনে হয় না। এরপরে ছবি পদর্শণকালে বিদ্যুৎ খরচ, স্টাফ খরচের টাকা উঠে আসার চেয়ে লোকসানের সংখ্যাটাই বেশি থাকবে আশংকা করা হচ্ছে। অভিরুচি সিনেমা হলে উপরে ডিসি আসন সংক্ষা রয়েছে ৩শত ২৫টি। সৌখিন ও সুধি আসন মিলিয়ে রয়েছে ৬শত আসন। তিনি আরও বলেন, যেহেতু এতদিন সিনেমা হলগুলো বন্ধ ছিল হয়ত চালু হওযার কারে কিছু কিছু ঘড় বন্ধি মানুষ একটু বিনোদনের জন্য হলে এসে বড় পর্দায় ছবি চাইবে।




Archives
Image
চলন্ত লঞ্চে অসুস্থ যাত্রী, ৯৯৯ নম্বর ফোনকলে উদ্ধার
Image
বাংলাদেশে আগের চেয়ে ভারতীয় ভিসা ইস্যু বেড়েছে : বিক্রম মিশ্রি
Image
বরিশালে কাঁচামরিচে কেজি ৫০০ টাকা, বেড়েছে সবজি আর মাছের দাম
Image
ক্রান্তিলগ্নে দায়িত্ব নিয়েছি, ভালো নির্বাচন ছাড়া উপায় নেই : সিইসি
Image
বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড