Current Bangladesh Time
রবিবার এপ্রিল ২৮, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শিশু বান্ধব নেতা বঙ্গবন্ধুর আদর্শে শিশু অধিকার সমুন্নত রেখে আমাদের কাজ করতে হবে-বিএমপি কমিশনার 
Tuesday August 25, 2020 , 8:36 pm
Print this E-mail this

সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আইন জেনে শিশুদের সাথে আইনসম্মত আচরণ করতে হবে

শিশু বান্ধব নেতা বঙ্গবন্ধুর আদর্শে শিশু অধিকার সমুন্নত রেখে আমাদের কাজ করতে হবে-বিএমপি কমিশনার


নিজস্ব প্রতিবেদক :  আজ মঙ্গলবার (২৫ আগস্ট)  পুলিশ লাইন্স, ড্রিলশেড বরিশালে অপরাজেয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত বিএমপির চার থানা শিশু বিষয়ক ডেস্ক, শিশু বিষয়ক কর্মকর্তা ও ভিকটিম সাপোর্ট সেন্টার কর্মকর্তাদের নিয়ে “শিশু আইন ২০১৩ ” শীর্ষক কর্মশালায় মাননীয় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বদান্যতায় ১৯৭৪ সালে শিশু আইন প্রতিষ্ঠা হয়। তিনি শিশু অধিকার বাস্তবায়নে অত্যন্ত যত্নশীল ছিলেন, শিশুদের খুবই ভালোবাসতেন । এইজন্য বঙ্গবন্ধুর জন্ম দিনে শিশু দিবস উদযাপিত হয়। আমরা যেন শিশুদের আইন বাস্তবায়নে কাজ করতে পারি। তিনি বলেন, সব কিছুরই অধিকার সংরক্ষণের আলাদা জায়গা রয়েছে। শিশু অধিকার বাস্তবায়নে শিশুদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে, লক্ষ রাখতে হবে এখতিয়ার খাটাতে গিয়ে যেন সীমালংঘন না হয়। নিরাপদ পরিবেশ রক্ষার্থে অপরাধ ভিন্ন প্রকৃতির হলে বা সমাজের জন্য হুমকিস্বরূপ হলে তা দমনে নিদর্শনস্বরূপ শিশু অধিকার সমুন্নত রেখে তার পানিশমেন্ট দেয়া যেতে পারে। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম বলেন, শিশুরা আগামীর ভবিষ্যৎ, সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আইন জেনে শিশুদের সাথে আইনসম্মত আচরণ করতে হবে। যারা আইন ও দায়িত্ব বুঝে নির্ভুল কাজ করেন, কেবল তাদেরই পেশাদার বলা হয়। এসময়ে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, এ এইচ তৌফিক আহমেদ (চিফ) ইউনিসেফ বরিশাল। উক্ত কর্মশালায় গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশনস এন্ড প্রসিকিউশন বিএমপি জনাব জুলফিকার আলী হায়দার ও উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর বিএমপি জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্ সহ জেলা প্রবেশন কর্মকর্তা জনাব মোঃ সাজ্জাদ পারভেজ। উক্ত কর্মশালা সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা বিএমপি জনাব মোঃ রাসেল।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ