Current Bangladesh Time
বুধবার নভেম্বর ১৯, ২০২৫ ১২:৩১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রুচিতে বাঁধলে হিরো আলমকে মেরে ফেলেন 
Tuesday March 28, 2023 , 12:01 pm
Print this E-mail this

হিরো আলমকে নিয়ে বিরক্ত ছিলেন নাট্যজন মামুনুর রশীদ

রুচিতে বাঁধলে হিরো আলমকে মেরে ফেলেন


মুক্তখবর বিনোদন ডেস্ক : ‘রুচির দুর্ভিক্ষে’ হিরো আলমের উত্থান হয়েছে–অভিনয়শিল্পী, নাট্যনির্দেশক ও সংগঠক মামুনুর রশীদের এমন বক্তব্যের জবাব দিলেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম, যিনি পরিচিতি পেয়েছেন ‘হিরো আলম’ নামে। এই অভিনেতাকে উদ্দেশ্য করে হিরো আলম বলেন, আমাকে তৈরি করে দেখান। আর বার বার যদি হিরো আলমকে নিয়ে আপনাদের রুচিতে বাধে তাহলে হিরো আলমকে মেরে ফেলেন। হিরো আলম সম্পর্কে আগে খুব একটা জানতেন না বলে জানিয়েছেন মামুনুর রশীদ। নাট্যাঙ্গনের কয়েকজনের থেকে হিরো আলমের কর্মকাণ্ড সম্পর্ক অবহিত হোন। এরপর থেকেই হিরো আলমকে নিয়ে বিরক্ত ছিলেন বলে মন্তব্য করেছেন নাট্যজন মামুনুর রশীদ। অভিনেতার এমন কথার রেশ ধরে হিরো আলম বলেন, আমি নিজ যোগ্যতায়, নিজে পরিশ্রম করে আজ আলম থেকে হিরো আলম। আমাকে নিয়ে যাদের রুচি হয় না, সেই রুচিবান লোকরা হিরো আলমকে তৈরি করেননি। এইজন্য রুচিবানরা বাংলাদেশ রুচি আনতে চাইলে হিরো আলমকে মেরে ফেলে দেন। আলম বলেন, আপনাদের টাকা আছে, শ্রম আছে, অনেক কিছুই আছে কিন্তু আপনারা হিরো আলমকে তৈরি করবেন না। তৈরি করতে পারবেনও না। মামুনুর রশীদের প্রতি আহ্বান জানিয়ে হিরো আলম বলেন, মামুনুর রশিদ স্যার, আসুন আমাকে তৈরি করুন। আমাকে তৈরি করতে এলে বাংলাদেশের বড় বড় লোক যারা আছে তারা সবাই আপনাকে ধুয়ে দেবে। যে মামুনুর রশিদের মত লোক হিরো আলমকে নিয়ে নাটক বানাচ্ছে, সিনেমা বানাচ্ছে, এমন হলে আমাকে তৈরি করবে কে? রুচির পরিবর্তন কোন জায়গা থেকে হবে? তিনি বলেন, রুচিবান লোক বাংলাদেশে কোনোদিনও হবে না। কারণ যারা রুচিবান লোক তারা রুচিদার লোক তৈরি করবে না। আপনারা তেলওয়ালা মাথায় তেল দেবেন, যাদের টাকা আছে তাদের দাম দেবেন। যাদের চেহারা সুন্দর তাদেরই মূল্য দেবেন।




Archives
Image
সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
Image
বরিশালে সড়কের পাশে থাকা বাসে আগুন
Image
যুবদল নেতা কিবরিয়াকে হত্যা : বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
Image
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণে সংঘর্ষ : বরিশালে ছুরিকাঘাতে ছাত্রদল নেতার মৃত্যু
Image
মৃত্যুদণ্ডের রায় শুনে যা বললেন শেখ হাসিনা