Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক 
Wednesday September 11, 2024 , 11:41 am
Print this E-mail this

রাজধানীর নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায়

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হককে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৪ সেপ্টেম্বর শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে সকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক মো. বায়েজীদ বোস্তামী। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে আসামি পক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন অভিযোগ করেন, তাকে কোর্টে উঠানো হয়নি। ম্যাজিস্ট্রেট বাসায় বসে আদেশ দিয়ে দিয়েছেন। তিনি বলেন, জামিন, ডিভিশনসহ কয়েকটি আবেদন শুনানির প্রস্তুতি নিয়ে এসেছিলাম। আমরা শুনানি করতে পারিনি। আমাদের বঞ্চিত করা হয়েছে। এখানে আইনের ব্যত্যয় হয়েছে। অবশ্য প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার নজরুল ইসলাম জানান, যথাযথভাবেই ম্যাজিস্ট্রেটের আদেশের ভিত্তিতে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গত ৩ সেপ্টেম্বর রাতে শহীদুল হককে উত্তরা থেকে আটকের পর নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ১৯ জুলাই বিকেলে রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালালে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন প্রিয়াঙ্গন শপিং সেন্টারের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। মামলায় ১৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।




Archives
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা
Image
পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার
Image
আল্টিমেটামে বরিশাল শেবাচিম হাসপাতালের ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট আন্দোলনকারীরা
Image
আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান
Image
বরিশালে পুলিশের অভিযান, ১১ কেজি গাঁজাসহ আটক ২