প্রচ্ছদ » স্লাইডার নিউজ » রিফাত হত্যাকান্ড: আরও এক আসামি গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার
Tuesday July 9, 2019 , 1:20 pm
রিফাত হত্যাকান্ড: আরও এক আসামি গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশব্যাপী আলোচিত বরগুনায় কলেজ ছাত্র রিফাত শরীফ হত্যা মামলার আরো এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি রিফাতকে কুপিয়ে হত্যার কাজে ব্যবহৃত রামদা উদ্ধার করেছে তারা। এ রামদা দিয়েই রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে খুনি রিফাত ফরাজী। এদিকে রিফাত হত্যার ঘটনার প্রায় ১২ দিনের মাথায় গ্রেফতার হওয়া অপর আসামির নাম আরিয়ান সাবা। সে বরগুনা শহরের বাজার সড়কের ইউনুস সোহাগের ছেলে। সোমবার ভোর রাত সাড়ে ৪টার দিকে গ্রেফতার করা হয়। আরিয়ানকে নিয়ে রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বরগুনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও রিফাত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মোঃ হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যা মামলার অন্যতম আসামি রিফাত ফরাজীকে সাথে নিয়ে সোমবার সকাল ৯টা ৩৫ মিনিটে বরগুনার সরকারি কলেজ ক্যান্টিনের পূর্ব পাশের ডোবা থেকে হত্যার কাজে ব্যবহৃত রামদাটি উদ্ধার করা হয়। উল্লেখ্য, ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে নয়ন বন্ড ও রিফাত ফরাজী গ্রুপের সন্তাসীরা। এই ঘটনায় রিফাত শরীফের বাবা বাদী হয়ে ১২ জনকে নামধারী আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া আরো কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এখন পর্যন্ত এজাহারভুক্ত ৩ জনসহ মোট ৬ জন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীকে ৭ দিন এবং ১২ নম্বর আসামি টিকটক হৃদয়, কামরুল হাসান সাইমুন ও রাফিউল ইসলাম রাব্বীকে ৫ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।