মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে কল্যাণপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে প্রধান আসামি এমামুল এহসান নয়ন এবং সহযোগী পলাশকে গ্রেফতার করে র্যাব।
পরে জিজ্ঞাসাবাদে শ্যামপুর এলাকা থেকে একটি বিদেশি রিভলবার ও ২২টি গুলি উদ্ধার করা হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান জানান, আসামি নয়ন ২০২৪ সালে আব্দুর রহমানের মাধ্যমে ৬০ লাখ টাকায় শ্যামবাজারে একটি দোকান কেনেন। দোকান স্থানান্তরের সময় আব্দুর রহমান অতিরিক্ত ২৪ লাখ টাকা দাবি করলে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধ থেকেই একবছর ধরে চলে হত্যার পরিকল্পনা। এ ঘটনায় কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল কিনা তা আরও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।