Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হবে-ডিসি খাইরুল আলম 
Tuesday December 1, 2020 , 4:06 pm
Print this E-mail this

বিট পুলিশিং কার্যালয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পুলিশি সেবা পৌঁছে দেয়া হবে

যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হবে-ডিসি খাইরুল আলম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেন, একটি জাতিকে ধ্বংস করতে মাদকই যথেষ্ট।ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, আফিম-এগুলোর একটিও বাংলাদেশে তৈরী হয় না।বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দিতে দেশী ও বিদেশী একটি চক্র সুকৌশলে আমাদের দেশে মাদক ঢুকিয়ে দিচ্ছে। মাদকের হাত থেকে জাতিকে রক্ষা করতে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নিয়েছে। দেশের রাঘব বোয়াল মাদক ব্যাবসায়ীদের আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাসথেকে যুব সমাজকে রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। তাই মাদক সহ সকল প্রকার অপরাধ সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে পুলিশের তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করে বাংলাদেশকে মাদক মুক্ত করতে এগিয়ে আসুন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বেলা ১১ টায় বরিশাল এয়ারপোর্ট থানাধীন শোলনা ১১ নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, থানা থেকে সরাসরি সব এলাকায় পুলিশি সেবা দেয়া একটু কঠিন, তাই বিট পুলিশিং কার্যালয়ের মাধ্যমে এখানে পুলিশি সেবা দেয়া হবে। এখন আর কাউকে কষ্ট করে থানায় যেতে হবে না। বিট পুলিশিং কার্যালয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পুলিশি সেবা পৌঁছে দেয়া হবে। এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে বিট অফিসার সার্বক্ষনিক কাজ করে যাবেন। বর্তমান সময়ে মহামারী করোনা প্রতিরোধ করতে সবাই মাস্ক ব্যাবহার করে নিজেদের দৈনন্দিন কাজ পরিচালনা করুন। সঠিকভাবে স্বাস্থবিধি বিধি মেনে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে হবে। মাননীয় প্রধান মন্ত্রীর দুরদর্শী নের্তৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একটি সমৃদ্ধশালী দেশ গড়তে হলে আইনশৃংখলা পরিস্থিতি টেকসই হতে হবে। সে লক্ষ্যে কাজ করছে পুলিশ। বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ ফজলুল করিম বলেন, কমিউনিটি পুলিশিং’র এর একটি অংশ বিট পুলিশিং। পুলিশি সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে এ বিট পুলিশিং। এলাকার ছোট খাট সমস্যার জন্য এখন আর কাউকে থানায় যেতে হবে না। বিট অফিসারের মাধ্যমে তা সমাধান করা যাবে। সমাজে বসবাস করতে গেলে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যায় পড়তে হয়। এ সকল সমস্যা থেকে উত্তরণের পথ আমরা বলে দিতে পারবো। এলাকার ইভটিজার, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যাবসায়ীদের তথ্য দিয়ে আপনারা পুলিশকে তথ্য দিন। ছোট কিছু থেকে যাতে বড় কোন বিষয়ের সৃষ্টি না হয়, সে জন্য আমরা অংকুরেই ওটাকে বিনষ্ট করে দেয়ার জন্য এ বিট পুলিশিং’র ব্যবস্থা করেছি। সোসাল মিডিয়া ব্যাবহারের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। না বুঝে কোন কিছুতে লাইক কমেন্ট ও শেয়ার করা যাবে না। সোসাল মিডিয়া ব্যাবহারের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। এলাকার সকল প্রকার সমস্যা সম্পর্কে পুলিশকে অবহিত করুন, পুলিশ আপনাদের সেবায় সদা প্রস্তুত রয়েছে। সভাপতির বক্তব্যে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম বলেন, সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে বিট পুলিশিং’র কার্যক্রমকে আরও গতিশীল করা যাবে। সকলের সহযোগিতার মাধ্যমে এ এলাকাকে একটি অপরাধ মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এয়ারপোর্ট থানার এস আই মোঃ আসাদুজ্জামান’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সরদার, ১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদার, ১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহরিয়ার বাবু,১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রায়পাশা কড়াপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কাজল বেগম, কড়াপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং’র সভাপতি মোঃ মোশারেফ হোসেন আকন প্রমুখ।




Archives
Image
দেশের দুই অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
Image
৫ লাখ লিফলেট বিলি করছে বিএনপি, কী আছে এতে?
Image
মিল্টন সমাদ্দারের স্ত্রী ডিবিতে
Image
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Image
আগুনের পরিধি দুই কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে, তদন্ত কমিটি গঠন