Current Bangladesh Time
বৃহস্পতিবার জানুয়ারি ৮, ২০২৬ ১:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মেধাবী খুদে ক্রিকেটার রিয়ানের পাশে বরিশাল জেলা প্রশাসক 
Tuesday October 7, 2025 , 4:39 pm
Print this E-mail this

প্রতিদিন ১০ কিলোমিটার হেঁটে স্টেডিয়ামে গিয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন তার

মেধাবী খুদে ক্রিকেটার রিয়ানের পাশে বরিশাল জেলা প্রশাসক


মুক্তখবর খেলাধুলা ডেস্ক : মেধাবী খুদে ক্রিকেটার রিয়ানের পাশে দাঁড়িয়েছেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি ক্রিকেট অনুশিলনে মাঠে আসা-যাওয়ার সুবিধার্থে রিয়ানকে একটি নতুন বাইসাইকেল কিনে দিয়েছেন। পাশাপাশি তাকে প্রয়োজনীয় ক্রীড়াসমগ্রী প্রদানের জন্য জেলা ক্রীড়া অফিসারকে নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার (অক্টোবর ৬) সকালে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে রিয়ানের হাতে বাইসাইকেল তুলে দেন জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, রিয়ানের ক্রিকেট কোচ এজাজ মাহমুদ সুজন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। জানা গেছে, বরিশাল শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রিয়ান। প্রতিদিন ১০ কিলোমিটার হেঁটে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে গিয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুনে সে। ছেঁড়া কেডস, ভাঙা ব্যাট আর আধাপেট নিয়ে সেই স্বপ্ন বুনছেন খুদে ক্রিকেটার রিয়ান খান। তার মা মিনজু বেগম সেলাইয়ের কাজ করে কোনোরকম দিন পার করেন।অপরদিকে বছরখানেক আগে রিয়ানের বাবা মো: খোকন ঢাকায় সিএনজি চালাতেন। একসময় তার গাড়িটিও ছিনতাই হয়ে যায়। সেই থেকেই বাবা আর পরিবারের তেমন কোনো খোঁজখবর রাখছে না বলে অভিযোগ রিয়ানের। দ্বিতীয় শ্রেণির ছাত্রী রিয়ানের ছোট বোনের পড়াশোনার খরচ, রিয়ানের ক্রিকেট প্রাকর্টিস সরঞ্জাম, পরিবারের ভরণপোষণ বহন করার মতো কেউ নাই বলে জানান রিয়ানের ক্রিকেট কোচিংয়ের সহপাঠী আদিব সাইফুল্লাহ। জানা গেছে, ক্রিকেটের মতো ব্যয়বহুল খেলায় অংশগ্রহণ অনেকটা স্বপ্নই মনে হলেও হাল ছাড়তে নারাজ রিয়ান। লেখাপড়ার পাশাপাশি একটি ফাস্টফুডের দোকানে দেড় মাস কাজ করে অর্জিত টাকায় কিছু ক্রিকেটসামগ্রী সংগ্রহ করেছে রিয়ান। বর্তমানে বরিশাল জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে অনূর্ধ্ব-১৬ গ্রুপে বেসিক কোচিং নিচ্ছে এবং নিয়মিত ভালো খেলছে। উপহার পেয়ে রিয়ান বলেন, জেলা প্রশাসক বরিশাল স্যারের সহযোগিতায় আজ আমার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। আগামীতে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবানদের পাশে দাঁড়াবে প্রশাসন।




Archives
Image
সুখবর পেলেন বরিশাল বিএনপির তিন নেতা
Image
সোয়া লাখ টাকা ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা শিক্ষা কর্মকর্তা
Image
বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মজিবর রহমান সরোয়ার
Image
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে চরম উত্তেজনা
Image
প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের ২৯ হাজারের বেশি প্রবাসী