Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ৬:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মুজিববর্ষ উপলক্ষ্যে বরিশালে ক্ষণগণনার জন্য ডিজিটাল ডিভাইসের (কাউন্ট ডাউন ডিজিটাল ডিভাইস) উদ্বোধন 
Saturday January 11, 2020 , 1:13 pm
Print this E-mail this

মুজিববর্ষ উপলক্ষ্যে বরিশালে ক্ষণগণনার জন্য ডিজিটাল ডিভাইসের (কাউন্ট ডাউন ডিজিটাল ডিভাইস) উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ২০২০ মুজিববর্ষ উপলক্ষ্যে বরিশালে ক্ষণগণনার জন্য ডিজিটাল ডিভাইসের (কাউন্ট ডাউন ডিজিটাল ডিভাইস) উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাউন্ট ডাউন ডিজিটাল ডিভাইসের উদ্বোধন করেন। এ সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লা­হ, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তালুকদার মো: ইউনুস, বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, রেঞ্জ ডিআইজি মো: শফিকুল ইসলাম, মেট্রো পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান, অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, র‌্যাব-৮ কমান্ডিং অফিসার আতিকা ইসলাম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, পুলিশ সুপার পদোন্নতি আব্দুর রাকিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীর ক্ষণগণনার জন্য নগরীর সিটি কর্পোরেশন মোড় সংলগ্ন জেলা পরিষদ পুকুরে বিশেষ ব্যবস্থায় ডিজিটাল ডিভাইস স্থাপন করা হয়।পরে নগর আওয়ামীলীগ সম্পাদক ও বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আমন্ত্রিত অতিথি প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পূস্পার্ঘ অপর্ণ করেন। এর আগে দুপুর আড়াইটায় নগর ভবন চত্ত্বরে জমায়েত হন আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলরসহ নগরবাসী। বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মুজিববর্ষ ক্ষণগনা উপলক্ষ্যে ঢাকার অনুষ্ঠান একটি বড় ডিজিটাল পর্দার মাধ্যমে এখানে সরাসরি সম্প্রচার করা হয়। সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত লেজার শো এবং সন্ধ্যা ৭টা থেকে সোয়া ৭টা পর্যন্ত আঁতশবাজী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা সোয়া ৭টা থেকে ৮টা পর্যন্ত নৃত্যানুষ্ঠান এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চিরকুট ব্যান্ডের অংশগ্রহনে কনসার্টের আয়োজন করা হয়। এতে এক উৎসবের নগরীতে পরিণত হয় বরিশাল। আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত একই স্থানে ব্যান্ড লালনের অংশগ্রহনে কনসার্টের আয়োজন করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন মুজিব শতবর্ষ উপলক্ষ্যে স্থানীয়ভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করেছে।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন