দুই দিনব্যাপী কাবাডি খেলার সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মো: মারুফ হোসেন
মুজিববর্ষ উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধু কাবাডি খেলার উদ্বোধন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আজ বুধবার (১০ মার্চ) সকাল ১১ টাায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বরিশাল বিভাগের ৬টি জেলার অংশগ্রহণে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ কাবাডি খেলার ধানসিঁড়ি জোন পর্যায়-২০২১’র শুভ উদ্বোধন হয়।
এ সময় পুলিশ সুপার মো: মারুফ হোসেন বিপিএম’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম ডিআইজি বরিশাল রেঞ্জ, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: শহীদুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীরপ্রতিক), বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, বরিশাল র্যাব ৮’র অধিনায়ক জামিল হাচান, শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. এসএম ইকবাল সহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও খেলোয়াড়গন।