Current Bangladesh Time
রবিবার এপ্রিল ২৮, ২০২৪ ১১:১৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মিন্নির কাহিনী নিয়েই মুক্তি প্রতীক্ষিত ছবি ‘পরাণ’? 
Monday February 3, 2020 , 9:26 pm
Print this E-mail this

মিন্নির কাহিনী নিয়েই মুক্তি প্রতীক্ষিত ছবি ‘পরাণ’?


মুক্তখবর বিনোদন ডেস্ক : শুটিংয়েই অনেকে আঁচ করেছেন। তারপর যখন টিজার প্রকাশ হলো তাতে আরেকটু জল্পনা বেড়ে যায়। সবারই প্রশ্ন মুক্তি প্রতীক্ষিত ছবি ‘পরাণ’ কি বরগুনায় ঘটে যাওয়া মিন্নি রিফাতের বাস্তব ঘটনা অবলম্বনে? তবে নির্মাতা সেই শুরু থেকে যেমন মুখে কুলুপ এঁটেছেন এখনও তাই। তার ভাষ্যে, ছবির গল্পে কি আছে তা দর্শক প্রেক্ষগৃহে গিয়েই দেখবেন। সোমবার সকালে প্রকাশিত এক মিনিট ২০ সেকেন্ডের টিজারের পর নির্মাতা রায়হান রাফি জানান, টিজার প্রকাশ করা হয় আসলে মানুষকে ভাবানোর জন্যই। দর্শক ভাবুক। এক একজন এক এক রকম চিন্তা নিয়ে প্রেক্ষাগৃহে আসুক। দেখা যাক কি হয়।লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ১ মিনিট ২০ সেকেন্ডের এই টিজার দেখে অনেকেই মন্তব্য করেছেন, এটি মিন্নির ঘটনা। শাহ আলম নামে একজন দর্শক লিখেছেন, ‘রিফাত মিন্নির কাহিনী।’ ইরফানুল হক নামে আরেকজন লিখেছেন, ‘মিন্নির কাহিনীই হবে আমি শিউর।’ ওয়ালিদ হাসান লিখেছেন, ‘আমি মনে করি, এটি বরগুনার রিফাত হত্যার ঘটনা থেকে তৈরি। এখানে রোহান হলো রিফাত, মিম হচ্ছেন মিন্নি আর রাজ নয়ন বন্ড। এটা আমার ধারণা। তাই ভুলও হতে পারে।’ গত বছরের সেপ্টেম্বরে শুটিং শুরু হওয়া ‘পরাণ’ ছবিতে অভিনয় করেছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা মিম। এতে তার চরিত্রের নাম অনন্যা। চরিত্রটি বরগুনার আলোচিত মিন্নির কিনা জানতে চাইলে তিনিও এড়িয়ে যান। মিম বলেন, আমি কিছু বলবো না। তবে আমাদের চারপাশের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবিটির গল্প। মিন্নির বিপরীতে এ ছবিতে দুই নায়ক রয়েছেন। ছবিতে শরিফুল রাজের চরিত্রের নাম রোমান এবং ইয়াশ রোহানের চরিত্রের নাম সিফাত। এর মধ্যে শরিফুল রাজকে দেখা যায় সন্ত্রাসীর চরিত্রে আর ইয়াশ রোহান অভিনয় করেছেন ভদ্র এক ছেলের চরিত্রে। ধারণা করা যায়, মিমের জন্য দু’জন প্রেমিকের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এছাড়াও টিজারে জনসম্মুখে ক্ষিপ্ত রাজকে আটকানোর চেষ্টা করছেন মিম। সবশেষে দেখা যায়, রাজকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ।অভিনেতা শরিফুল রাজ বলেন, ‘আমার চরিত্রটি ময়মনসিংহ শহরের মাস্তান। ছবিটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে করা। আর যে কোনো ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে যে কেউ ছবি নির্মাণ করতে পারেন। এতেও তাই হয়েছে। সারা বাংলাদেশেই কিন্তু মিন্নি-বন্ডের গল্প ছড়িয়ে আছে। ছবিতে মফস্বলের তিনটা ছেলেমেয়ের প্রেম-ভালোবাসার গল্প দেখানো হয়েছে।’ নির্মাতা রায়হান রাফির বলেন, ‘আমরা সত্য ঘটনা থেকে উৎসাহ পেয়েছি। কিন্তু এটা মিন্নির ঘটনা না। আমাদের টিজারে যেটা আছে, এটা মেয়ে দুটো ছেলের সঙ্গে প্রেম করছে। এরকম ঘটনা দেশে অহরহ আছে। মিন্নির ঘটনাটি আলোচিত হয়েছে। আমরা কিন্তু বলিনি, আলোচিত কোনো ঘটনা অবলম্বনে এটি করা হয়েছে। আসলে বিষয়টি জানতে হলে পুরো ছবিটি দেখতে হবে। সবাইকে অনুরোধ করবো ছবিটি দেখার।’ কথা ছিল আসছে ভালোবাসা দিবসেই মুক্তি পাচ্ছে ‘পরাণ’। তবে এখনো সেন্সর ছাড়পত্র না পাওয়ায় তা আপাতত হচ্ছে না। এতে অন্য যারা অভিনয় করেছেন-শিল্পী সরকার অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু ও মিলি বাশার প্রমুখ। ‘পরাণ’ ছবির চিত্রনাট্য লিখেছেন শাহ্জাহান সৌরভ ও রায়হান রাফী। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী ও নাভেদ পারভেজ।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ