|
কীর্তনখোলা নদীতে নৌর্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক
মা ইলিশ সংরক্ষণে বরিশালে বিশেষ অভিযান শুরু
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বরিশালে শুরু হয়েছে ২২ দিনের বিশেষ অভিযান। শনিবার (অক্টোবর ৪) সকাল সাড়ে ১১টায় নগরীর ডিসি ঘাট থেকে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদফতরের আয়োজনে এক বর্ণাঢ্য নৌর্যালির মধ্য দিয়ে অভিযানের উদ্বোধন করা হয়।

কীর্তনখোলা নদীতে অনুষ্ঠিত এই নৌর্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন-বিভাগীয় মৎস্য পরিচালক কামরুল হাসান, পুলিশ সুপার মো: শরিফ উদ্দীন, নৌ পুলিশ সুপার এস এম নাজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ওবায়দুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি দে, র্যাব-৮, নৌবাহিনী, কোস্টগার্ডসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা। এবারের অভিযানে প্রথমবারের মতো আকাশ থেকে নজরদারিতে যুক্ত হয়েছে আধুনিক ড্রোন। পাশাপাশি কোস্টগার্ড, নৌ পুলিশ ও র্যাব নিয়মিত টহল দিচ্ছে নদীতে। শুধু নদী নয় হাট বাজার, মাছের আড়ত, লঞ্চ-বাস টার্মিনালেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। মা ইলিশ সংরক্ষণে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ। আইন ভঙ্গ করলে দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। বরিশাল জেলার মোট জেলে সংখ্যা প্রায় ৮০ হাজার। এর মধ্যে কার্ডধারী ৬৬ হাজার জেলে পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২৫ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। মোট বরাদ্দ ১ হাজার ৬৬৩ মেট্রিক টন চাল। শুধু বরিশাল বিভাগেই রয়েছে প্রায় সাড়ে চার লাখ জেলে, যাদের মধ্যে সাড়ে তিন লাখ পরিবার পাচ্ছে এ সহায়তা। জেলা প্রশাসন জানায়, মা ইলিশ সংরক্ষণে ৫৪টি বিশেষ টিম মাঠে কাজ করছে। অভিযান তদারকিতে নিয়োজিত আছেন ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানের মূল লক্ষ্য মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ নিশ্চিত করা, যাতে উৎপাদন বৃদ্ধি পায় এবং দেশের ইলিশ সরবরাহ বাড়ে। কীর্তনখোলা নদী সহ হিজলা-মেহেন্দিগঞ্জসহ মেঘনার বিস্তীর্ণ এলাকায় এরইমধ্যে টানা টহল শুরু হয়েছে। অভিযান শেষে জেলা প্রশাসক ও মৎস্য কর্মকর্তারা বলেন, কঠোর নজরদারি থাকায় এ বছর মা ইলিশ রক্ষার অভিযান আরও সফল হবে।
Post Views: ০
|
|