Current Bangladesh Time
শনিবার এপ্রিল ২৭, ২০২৪ ১২:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মার্কিন সেনা অ্যারন বুশনেল ‘অমর’ হয়ে থাকবেন : হামাস 
Wednesday February 28, 2024 , 6:10 pm
Print this E-mail this

গাজায় ‘গণহত্যা’র প্রতিবাদে নিজ শরীরে আগুন দিয়ে আত্মাহুতি

মার্কিন সেনা অ্যারন বুশনেল ‘অমর’ হয়ে থাকবেন : হামাস


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক গাজায় ‘গণহত্যা’র প্রতিবাদে নিজ শরীরে আগুন দিয়ে আত্মাহুতি দেওয়া সেই মার্কিন সেনা অ্যারন বুশনেল ‘অমর’ হয়ে থাকবেন বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ মন্তব্য করে সংগঠনটি।বিবৃতিতে হামাস বলেছে, মার্কিন সেনা অ্যারন বুশনেল। গাজায় ‘গণহত্যা’র প্রতিবাদে নিজ শরীরে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছেন তিনি। যুদ্ধবিরোধী প্রতিবাদ করে তিনি যে প্রতিক্রিয়া জানিয়েছেন, এ জন্য তিনি অমর হয়ে থাকবেন। অ্যারনের এমন হৃদয় হীম করা প্রতিবাদ গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বাড়তে থাকা ক্ষোভের প্রকাশ। ফিলিস্তিন জনগণ ও তাদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি বৈশ্বিক মানবিক সংহতির চেতনার প্রতীক হয়ে থাকবেন অ্যারন বুশনেল। গত রোববার ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে গাজায় দেশটির সেনাবাহিনীর হামলা ও ‘গণহত্যা’য় যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রতিবাদ হিসেবে নিজ শরীরে আগুন দেন অ্যারন বুশনেল। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কয়েকঘণ্টা তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। ২৫ বছর বয়সী মার্কিন বিমানবাহিনীর এ সদস্যের পরবর্তীতে মৃত্যু হয়। শরীরে আগুন দেওয়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সরাসরি যুক্ত ছিলেন। তার ভিডিও দেখেন লাখো নেটিজেন। ভিডিওটি ভাইরালও হয়। আগুন দেওয়ার সময় অ্যারন চিৎকার করে বলছিলেন-‘আমি আর গণহত্যার সঙ্গে জড়িত থাকব না, থাকতে চাই না।’ তিনি ‘ফ্রি প্যালেস্টাইন’ বলেও চিৎকার করেন।

সূত্র : দ্য নিউ আরব ও আনাদোলু এজেন্সি




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ