Current Bangladesh Time
বৃহস্পতিবার মার্চ ২৮, ২০২৪ ১০:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেনাপ্রধান 
Friday September 10, 2021 , 10:35 pm
Print this E-mail this

আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেনাপ্রধান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সরকারি সফরে শনিবার রাত একটা ৪০ মিনিটে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। শুক্রবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের হাওয়াই-এ অনুষ্ঠিত ‘ইন্দো-প্যাসিফিক আর্মি চিফফ কনফারেন্স (আইপিএসিসি)-২০২১’-এ যোগ দিতে মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে জেনারেল শফিউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং পাপুয়া নিউ গিনি ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে এ বছর আইপিএসিসি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৭টি দেশের সিনিয়র নেতারা অংশগ্রহণ করবেন। এ বছরের আইপিএসিসি-এ ভবিষ্যৎ অপারেশনাল ইনভারমেন্ট (Operational Environment) এর ওপর আলোচনা হবে। সম্মেলনে বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধানদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। আগামী ১৮ সেপ্টেম্বর সেনাপ্রধান দেশে ফিরবেন।




Archives
Image
পটুয়াখালীতে পরকীয়ার জেরে হত্যা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে চার কিশোরসহ সাতজন অপহরণ
Image
বরিশালে রাস্তার পাশের ঝোপ থেকে নবজাতককে উদ্ধার
Image
স্যাটেলাইট ট্যাগ নিয়ে বরিশালের নদীতে ঘুরছে সুন্দরবনের কুমির
Image
ঈদে যানবাহনে ভাড়া কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ