ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজ কল্যাণ সংস্থা তথা ময়ূরপঙ্খী ফাউন্ডেশন তাকে এই খেতাব প্রদান করেন
মানবিক জাদুকর খেতাবে ভূষিত হলেন নন্দিত জাদুকর ও শিশু বন্ধু শাহীন শাহ্
মুক্তখবর বিনোদন ডেস্ক : মানবিক জাদুকর’র খেতাব পেলেন নন্দিত জাদুকর ও শিশু বন্ধু শাহীন শাহ্। শাহীন শাহ্ শুধু একজন জাদুকর নন একজন মানবিক জাদুকরও। পুরো রমজান মাস জুড়ে এই মানুষটি অসহায় দুঃস্থ মানুষদের প্রতিদিন ইফতার পৌঁছে দিতে জীবনের মায়া ত্যাগ করে ছুটে চলেছেন ঢাকার এপ্রান্ত থেকে ওপ্রান্তে।

অসহায় দুস্থ জাদুকরদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ভিডিও’র মাধ্যমে আবেদন জানিয়েছিলেন সাহায্যের। শাহীন শাহ্ এমনই একজন জাদুকর সব সময় অসহায় মানুষদের পাশে তাকে পাওয়া যায়।

তাইতো ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজ কল্যাণ সংস্থা তথা ময়ূরপঙ্খী ফাউন্ডেশন জাদুকর শাহীন শাহ্-কে একজন মানবিক জাদুকরের খেতাব প্রদান করেন।
Post Views: ০
|