Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মানবতার সেবায় বাংলা‌দেশ পু‌লি‌শ শা‌ন্তিরক্ষী‌দের ফ্রি মেডিকেল ক্যাম্প 
Tuesday August 31, 2021 , 11:40 am
Print this E-mail this

মানবিক সেবা পেয়ে স্থানীয় জনগণ অত্যন্ত উৎফুল্ল ও আনন্দিত

মানবতার সেবায় বাংলা‌দেশ পু‌লি‌শ শা‌ন্তিরক্ষী‌দের ফ্রি মেডিকেল ক্যাম্প


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আফ্রিকার মালির উত্তর সাহারা মরুভূমির CSCOM স্বাস্থ্য কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে মানবিকতার এক উজ্জ্বল নজির স্থাপন করেছে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীগণ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানএফপিইউ-২ (রোটেশন-৩) মিনুসমা (MINUSMA), গুন্দাম, মালি’র উদ্যোগে ১৭ আগস্ট ২০২১ তারিখ সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত কন্টিনজেন্টের দায়িত্বাধীন এলাকার CSCOM স্বাস্থ্য কেন্দ্রর Dire City, Mali-তে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। মিশন কমান্ডারের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসারসহ বিভিন্ন পদবির ৩০ সদস্য এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।
ব্যানএফপিইউ-২ কর্তৃক Dire City এর CSCOM স্বাস্থ্য কেন্দ্রের সাথে সমন্বয় সাধন করে ফ্রি মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে Dire City এলাকার মরুভূমিতে অবস্থানকারী স্থানীয় দরিদ্র, বাস্তুচ্যুত মানুষ এবং স্থানীয় সাধারণ জনগণের মধ্যে ২২৬ জন রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র এবং ওষুধ বিতরণ করা হয়। রোগীদের মধ্যে ১৪৩ জন মহিলা, ৮০ জন পুরুষ এবং ৩ জন শিশুকে চিকিৎসা সেবা দেয়া হয়। বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীদের এ ধরণের মানবিক সেবা পেয়ে স্থানীয় জনগণ অত্যন্ত উৎফুল্ল ও আনন্দিত। তারা এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ শান্তিরক্ষীদের এ ধরণের সেবামূলক কাজ অব্যহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।




Archives
Image
বরিশালের গৌরনদীতে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ : ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার