Current Bangladesh Time
বুধবার নভেম্বর ১৯, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মাদককে ‌‘না’ বলার শপথ নিল বরিশাল বিএম স্কুলের শিক্ষার্থীরা 
Thursday August 25, 2022 , 5:49 pm
Print this E-mail this

হতাশা, ক্ষোভ থেকেই মাদকের বিস্তার ঘটে একটি জীবনে-মনোরোগ বিশেষজ্ঞ

মাদককে ‌‘না’ বলার শপথ নিল বরিশাল বিএম স্কুলের শিক্ষার্থীরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বৃহস্পতিবার আগে-ভাগেই বিদ্যায়ল ছুটি। ঘড়ির কাটায় ১২ টা বাজতে শিক্ষার্থীরা দলবেধে মিলনায়তনে এসে বসে পড়ে। সুপরিসর প্রাচীন বরিশালের ঐতিহ্যবাহী বিএম স্কুলের  মিলনায়তন  শিক্ষার্থীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপর শুরু হয় মাদক বিরোধী পরামর্শ সভা।  প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে বৃহস্পতিবার বরিশাল বিএম স্কুলে আয়োজন করা হয় মাদক  বিরোধী পরামর্শ সভা। এতে শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের দুই মনোরোগ বিশেষজ্ঞ ও  সহকারী অধ্যাপক-মো:  আনােয়ার হােসেন ও মাহবুব কিবরিয়া। প্রাণবন্ত এই আয়োজনে শিক্ষার্থীরা এই দুই মনোরোগ বিশেষজ্ঞের কাছে জানতে চান, পড়াশোনায় ভালো করার উপায় কী? জীবনকে আনন্দময় করতে হলে কী করা উচিৎ?, হতাশা থেকে মুক্তির উপায়, মজা করে সিগারেট না খাওয়ার উপায় কী-এমন সব প্রশ্ন। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আলভী, নবম শ্রেণির মাহমুদ ইসলাম, তারিকুর রহমানসহ আরও বেশ কয়েকজন শিক্ষার্থীর এসব কৌতূহলােদ্দীপক প্রেশ্নর জবাব দেন মনোরোগ বিশেষজ্ঞ মো:  আনােয়ার হােসেন ও মাহবুব কিবরিয়া। কয়েকশ শিক্ষার্থী এসব প্রশ্নের জবাব আগ্রহ নিয়ে শোনে। দুই মনোরোগ বিশেষজ্ঞ এসময় মাদকের ভয়াবহতা কীভাবে একটি মানুষের জীবন, পরিবার ধ্বংস করে দেয় এর ভয়াবহতাও শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন বলেন, হতাশা, ক্ষোভ থেকেই মাদকের বিস্তার ঘটে একটি জীবনে। তাই তোমাদের কোনোভাবেই, কোনো পরিস্থিতে হতাশ হওয়া চলবে না। পড়াশোনায় ভালো করতে হলে অবশ্যই মনোযোগী হতে হবে। এর বিকল্প নেই। একইভাবে  নিজের ভালো চিন্তাকে সব সময় প্রাধান্য দিতে হবে, নেতিবাচক চিন্তাকে পরিহার করার বুদ্ধি, কৌশল, শক্তি এবং মনোবল অটুট রাখতে হবে। শিক্ষক এবং অভিভাবকদের উদ্দেশে তারা বলেন,  শিক্ষার্থীদের সব সময় ইতিবাচক মনোভাব তৈরি করতে হবে। সন্তান বা শিক্ষার্থীকে কখনোই তার দুর্বলতাগুলোকে নেতিবাচকভাবে উপস্থাপন করা উচিৎ নয়।এসময় বিদ্যালয়ের শিক্ষক রমিজ উদ্দীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন, প্রথম আলো ট্রাস্টের সমন্বকারী মাহবুবা সুলতানা ও বরিশাল বন্ধুসভার সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম। প্রথম আলোর বরিশালের নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা দু’হাত তুলে  মাদককে “না” বলার শপথ নেয়। শপথ পড়ান অনুষ্ঠানে প্রথম আলো ট্রাস্টের সমন্বকারী মাহবুবা সুলতানা। দুপুর দেড়টায় শেষ হয় এই আয়োজন।




Archives
Image
সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
Image
বরিশালে সড়কের পাশে থাকা বাসে আগুন
Image
যুবদল নেতা কিবরিয়াকে হত্যা : বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
Image
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণে সংঘর্ষ : বরিশালে ছুরিকাঘাতে ছাত্রদল নেতার মৃত্যু
Image
মৃত্যুদণ্ডের রায় শুনে যা বললেন শেখ হাসিনা