Current Bangladesh Time
শনিবার জুলাই ১২, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মাঝ নদীতে বরিশালের সুন্দরবন-১১’র ধাক্কায় ক্ষতিগ্রস্থ পারাবত-১২ 
Sunday March 18, 2018 , 12:52 pm
Print this E-mail this

কোন যাত্রী বা নৌ যানের ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবী করেছেন লঞ্চ কর্তৃপক্ষ

মাঝ নদীতে বরিশালের সুন্দরবন-১১’র ধাক্কায় ক্ষতিগ্রস্থ পারাবত-১২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মাঝ নদীতে ঢাকাগামী পারাবত-১২ লঞ্চ এর উপর আছড়ে পড়লো এমভি সুন্দরবন-১১। এতে দুটি লঞ্চের যাত্রীদের মধ্যেই ছড়িয়ে পড়ে আতংক। তবে কোন যাত্রী বা নৌ যানের ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবী করেছেন লঞ্চ কর্তৃপক্ষ। পারাবত-১২ লঞ্চে থাকা কয়েকজন যাত্রী জানান, রাতে তাদের লঞ্চ বরিশাল নদী বন্দর থেকে ছেড়ে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে বরিশাল থেকে ছেড়ে যাওয়া সুন্দরবন-১১ লঞ্চটি দ্রুত গতিতে ওই লঞ্চটিকে অতিক্রম করার চেষ্টা করে। তখন পেছন থেকে এসে সজোরে ধাক্কা পারাবত-১২ লঞ্চটিকে ধাক্কা দেয়। মুহুর্তের মধ্যে দুটি লঞ্চের যাত্রীদের মধ্যেই ছোটা ছুটি এবং আতংক ছড়িয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করে পারাবত লঞ্চ এর সুপারভাইজার সেলিম বলেন, আমাদের পারাবত-১২ কীর্তনখোলা নদী পাড়ি দিচ্ছিলো। রাত সাড়ে ১০টার পরে চরমোনাই এলাকায় পেছন থেকে অতিক্রম কালে স্ব জোরে ধাক্কা দেয় সুন্দরবন-১১। তবে এতে কারোর কোন ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীদের মধ্যে একটু আতংকের সৃষ্টি হয়েছে মাত্র। এখন দুটি লঞ্চই ঢাকার উদ্দেশ্যে নদীতে যাত্রা করছে বলে জানান তিনি।




Archives
Image
খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা
Image
খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
Image
বরিশাল ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী পেল জিপিএ-৫
Image
নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশনা বাতিল
Image
বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে : মির্জা ফখরুল