Current Bangladesh Time
বৃহস্পতিবার জানুয়ারি ২২, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মব সন্ত্রাসের আশঙ্কায় ভোটাররা : বরিশালে ডা. মনীষা চক্রবর্তীর উদ্বেগ 
Thursday January 22, 2026 , 5:37 pm
Print this E-mail this

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৫ আসনে জনমনে আতঙ্ক বিরাজ : মনীষা

মব সন্ত্রাসের আশঙ্কায় ভোটাররা : বরিশালে ডা. মনীষা চক্রবর্তীর উদ্বেগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৫ আসনে জনমনে আতঙ্ক বিরাজ করছে বলে দাবি করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী। নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি ভোটারদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ডা. মনীষা চক্রবর্তী বলেন, সাধারণ জনগণ বর্তমানে চরম ভীত-সন্ত্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। ভোটারদের মনে প্রধান ভয় হলো—তারা যদি ভোটকেন্দ্রে যান, তবে সেখানে কোনো ‘মব সন্ত্রাস’ বা গণ-সহিংসতার শিকার হতে হবে কি না। ​বিগত কয়েকদিনের নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করে তিনি জানান যে, সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে সন্দিহান।
ডা. মনীষা অভিযোগ করেন যে, একটি বিশেষ মহলের উসকানিতে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। প্রতিটি ভোটকেন্দ্রে এবং সংলগ্ন এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মাধ্যমে সাধারণ ভোটারদের ওপর হামলা বা চাপ সৃষ্টি রুখতে প্রশাসনের কঠোর অবস্থান। লেভেল প্লেয়িং ফিল্ড, সকল প্রার্থীর জন্য সমান সুযোগ এবং প্রচারণার জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করা। ডা. মনীষা চক্রবর্তী নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণ যাতে কোনো প্রকার ভয়-ভীতি ছাড়াই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই আস্থা ফিরিয়ে আনা প্রশাসনের দায়িত্ব। মব সন্ত্রাসের যে শঙ্কা তৈরি হয়েছে, তা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। উল্লেখ্য, ডা. মনীষা চক্রবর্তী তার ব্যতিক্রমী জনসেবা এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে লড়াইয়ের কারণে বরিশালের রাজনীতিতে বেশ আলোচিত একটি মুখ। তার এই বক্তব্য স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।




Archives
Image
মব সন্ত্রাসের আশঙ্কায় ভোটাররা : বরিশালে ডা. মনীষা চক্রবর্তীর উদ্বেগ
Image
বরিশালে পরিচয় মিলল সেই গলাকাটা যুবকের
Image
বরিশাল-৫ আসনে ভোটের লড়াইয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন