Current Bangladesh Time
শনিবার এপ্রিল ২৭, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলার লালমোহনে বড়শিতে মাছ শিকার করে জিতলেন ৮ লাখ টাকার প্রাইজবন্ড 
Tuesday January 23, 2024 , 11:02 pm
Print this E-mail this

সজীব নামে এক যুবকের বড়শিতে ৭ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ ধরা পড়ে

ভোলার লালমোহনে বড়শিতে মাছ শিকার করে জিতলেন ৮ লাখ টাকার প্রাইজবন্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মাছ শিকার প্রতিযোগিতায় অংশ নিয়ে ৮ লাখ টাকার প্রাইজবন্ড জিতলেন ভোলার লালমোহন উপজেলার নাজমুল আলম সজীব নামে এক যুবক। মাছ ধরতে ৬০ হাজার টাকার টিকিট কাটেন তিনি। এরপর বরিশালের বাকেরগঞ্জের বরিশাল ফিশিং জোন (বৈরম খাঁ) দীঘিতে বড়শি পেতে মাছ ধরা শুরু করেন যুবক সজীব। মাছ ধরার একপর্যায় তার বড়শিতে ধরা পড়ে ৭ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ; যা ছিল সব প্রতিযোগীদের ধরা মাছের মধ্যে সর্বোচ্চ ওজনের; যার ফলে তিনি প্রথম স্থান অর্জন করেন। প্রথম স্থান অর্জনের কারণে তিনি জিতেন ৮ লাখ টাকার প্রাইজবন্ড। গত শনিবার এ প্রাইজবন্ড জিতেন যুবক সজীব। তিনি লালমোহন পৌরসভার উত্তর বাজারের মো. আলমগীর মিয়ার ছেলে। যুবক নাজমুল আলম সজীব বলেন, ২০২০ সাল থেকে বড়শি দিয়ে মাছ শিকার শুরু করি। তখন থেকে স্বপ্ন ছিল দেশের বিভিন্ন স্থানে গিয়ে মাছ শিকার করব। সে অনুযায়ী ২০২৩ সালে প্রথম ২০ হাজার টাকার টিকিট কেটে বরিশাল ফিশিং জোনে মাছ শিকার করতে যাই। এরপর ২০২৪ সালের ২০ জানুয়ারি তৃতীয়বারের মতো ৬০ হাজার টাকার টিকিট কেটে আবারো সেখানে মাছ শিকার করতে যাই। তিনি আরও বলেন, এ দিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাছ শিকার করি। এর মধ্যে আমার বড়শিতে ৭ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ ধরা পড়ে। যার জন্য সব প্রতিযোগীর মধ্যে আমি প্রথম স্থান অর্জন করি। এজন্য আমাকে ৮ লাখ টাকার প্রাইজবন্ড দেন আয়োজকরা। এ অর্জনের জন্য আমি অত্যন্ত খুশি। সামনের দিকে নিরাপদে মাছ শিকার করতে সবার কাছে দোয়া কামনা করছি।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ