Current Bangladesh Time
বৃহস্পতিবার জানুয়ারি ১, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলার চরফ্যাশনে আলোচিত ধর্ষণ মামলার আসামী জসিম গ্রেফতার 
Tuesday November 11, 2025 , 7:21 pm
Print this E-mail this

এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার

ভোলার চরফ্যাশনে আলোচিত ধর্ষণ মামলার আসামী জসিম গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার চরফ্যাশন উপজেলায় আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামী মাহিন্দ্রা চালক মো: জসিম (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। ‎গ্রেফতারকৃত মো: জসিম চরফ্যাশন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: সিদ্দিকের ছেলে। ‎মঙ্গলবার (নভেম্বর ১১) রাত সাড়ে ৯ টার দিকে চরফ্যাশন থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো: মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। এসময় চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান হাওলাদারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

‎পুলিশ ব্রিফিংয়ে জানায়, আসামী জসিম মাহিন্দ্রা চালক, সে গত ২২ সেপ্টেম্বর’২৫-এ নতুন গাড়ি কেনার আনন্দে ভিকটিম গৃহবধূ (২২)-এর বাড়িতে গিয়ে ছয়টি মিষ্টি দেয়। মিষ্টির সঙ্গে চেতনা নাশক ওষুধ মিশিয়ে দেয়ায় গৃহবধূসহ পরিবারের সবাই অচেতন হয়ে পড়ে। পরে ভোর ৪ টার দিকে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।‎ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে ভোলা পুলিশ সুপার শরিফুল হকের নির্দেশেক্রমে পুলিশের একটি টিম প্রযুক্তির সহায়তা নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে আসামীকে গ্রেফতার করা হয়। ‎সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান জানান, আসামী জসিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে। তাকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে।




Archives
Image
বিএনপি থেকে রুমিন ফারহানা বহিষ্কৃত
Image
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালে শোকের ছায়া
Image
বরিশালে কোস্ট গার্ডের অভিযান : গ্রেফতার ২০ ও ৫৭টি ড্রেজার জব্দ
Image
খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
Image
খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী