Current Bangladesh Time
বৃহস্পতিবার জানুয়ারি ৮, ২০২৬ ৩:০২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোটারদের সহায়তার টাকায় নির্বাচন করতে চান ব্যারিস্টার ফুয়াদ ও ডা. মনীষা 
Tuesday January 6, 2026 , 5:29 pm
Print this E-mail this

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা দু’জনেই সকলের সমর্থন ও ভোট প্রত্যাশী

ভোটারদের সহায়তার টাকায় নির্বাচন করতে চান ব্যারিস্টার ফুয়াদ ও ডা. মনীষা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোটারদের আর্থিক সহায়তার টাকায় নির্বাচন করতে চান বরিশাল-৩ এবং বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ডা. মনীষা চক্রবর্ত্তী। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে আর্থিক সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিওবার্তা দিয়েছেন। অপরদিকে ডা. মনীষা চক্রবর্ত্তী মাটির ব্যাংক এবং বিভিন্ন মাধ্যমে সর্বস্তরের ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে নির্বাচনী ব্যয় মেটাতে আর্থিক সহায়তা চেয়েছেন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য প্রার্থী আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে আর্থিক সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিওবার্তা দিয়েছেন। গত ৪ জানুয়ারি ফেসবুকে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ আবেদন করেছেন। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে নির্বাচন করছি। নদী ঘেরা প্রত‍্যন্ত ও প্রান্তিক অঞ্চলে নির্বাচনী প্রচারনার খরচ মেটাতে দরকার আপনাদের দোয়া এবং আর্থিক সহযোগিতা। তিনি আরও লিখেছেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইটা চলমান রাখা শত শত শহীদদের রেখে যাওয়া আমানত। আসুন, সকলে মিলে শহীদ ওসমান হাদির দায় ও দরদের বাংলাদেশ গড়ি, ইনসাফ ও আজাদির লড়াইটা চালিয়ে যাই। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ লিখেছেন, জনতার টাকায় জনমুখী রাজনীতিতে যারা সাহায্য করতে চান তারা যেন তার দেওয়া বিকাশ, নগদ ও ব্যাংক হিসাবে টাকা পাঠান। অপরদিকে বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী বাসদ মনোনীত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী মাটির ব্যাংক এবং বিভিন্ন মাধ্যমে সর্বস্তরের ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে নির্বাচনী ব্যয় মেটাতে আর্থিক সহায়তা চেয়েছেন। ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, সংসদ হোক জনগণের অধিকার আদায়ের জায়গা, কোটিপতিদের ক্লাব নয়। আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সকলের সমর্থন ও ভোট প্রত্যাশী। নির্বাচনী ব্যয় নির্বাহে সকলের সহযোগিতা চাই। সহযোগিতা করতে বিকাশ, নগদ ও ব্যাংক একাউন্ট নম্বরও দিয়েছেন প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী।




Archives
Image
সোয়া লাখ টাকা ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা শিক্ষা কর্মকর্তা
Image
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে চরম উত্তেজনা
Image
প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের ২৯ হাজারের বেশি প্রবাসী
Image
৪ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান
Image
কঠিন হচ্ছে মার্কিন ভিসা, বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ