Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভালো কাজের জন্য বরিশালে পুরস্কৃত হলেন সার্জেন্ট মো: সিদ্দিক 
Monday June 28, 2021 , 11:11 pm
Print this E-mail this

মন্দ কাজের তিরস্কার ও ভালো কাজের জন্য পুরস্কার-পুলিশ কমিশনার বিএমপি

ভালো কাজের জন্য বরিশালে পুরস্কৃত হলেন সার্জেন্ট মো: সিদ্দিক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মন্দ কাজের তিরস্কার ও ভালো কাজের জন্য পুরস্কার প্রদানের মাধ্যমে সবাই অনুপ্রানিত করে যাচ্ছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার। মানবিক ও জনকল্যাণমুখী কাজ করে মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন বিএমপির প্রতিটি সদস্যকে। সকলের উদ্দেশ্য তিনি বলেন, জনগণকে নির্ভেজাল সেবা প্রদান করতে হবে। বিএমপি কমিশনারের কথায় অনুপ্রাণিত হয়ে কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। সেই তালিকায় রয়েছে ট্রাফিক সার্জেন্ট মোঃ আবু বক্কর সিদ্দিক। গত মে মাসে ভালো কাজ করার জন্য ট্রাফিক বিভাগের শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হয়েছেন। সড়কে যানজট নিরসনের পাশাপাশি শতভাগ পেশাগত দ্বায়িত্ব পালন করে ট্রাফিক বিভাগে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এছাড়াও দূর্ঘটনার শিকার হয়ে সড়কে পরে থাকা অসুস্থ ব্যাক্তিকে চিকিৎসার ব্যবস্থা করাসহ করে যাচ্ছেন মানবিক কাজ। চলতি মাসে নগরীর কাকলীর মোড় এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক ব্যাক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছেন। এছাড়াও কালিজিরা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার এক নারী শ্রমিককেও ভর্তি করেছিলে হাসপাতালে। মোঃ আবু বক্কর সিদ্দিককের মানবিক কাজের বিষয়টি নজরে আসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এরই ধারাবাহিকতায় ভালো কাজের পুরস্কার হিসেবে মাসিক কল্যান সভায় সার্জেন্ট মোঃ আবু বক্কর সিদ্দিককে ক্রেস্ট প্রদান করে ধন্যবাদ জানান বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার। পাশাপাশি জনকল্যাণ মূলক কাজের সাথে সব সময় নিজেকে সম্পৃক্ত রাখতে নির্দেশ প্রদান করেন। শ্রেষ্ঠ সার্জেন্ট ও মানবিক কাজের বিষয় ট্রাফিক সার্জেন্ট মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে চেষ্টা করি সহযোগীতার হাত বাড়িয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ভালো কাজের পুরস্কার প্রদান করার জন্য মাননীয় কমিশনার মহোদয়সহ সবাইকে ধন্যবাদ জানাই। সবাই দোয়া করবেন, আমি যেন সারা জীবন জনগণের কল্যানে নিজেকে নিয়োজিত রাখতে পারি।




Archives
Image
বরিশালের গৌরনদীতে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ : ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার