Current Bangladesh Time
রবিবার জুলাই ৬, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ব্যবসায়ীরাদের আস্কারা দিয়েন না, দুর্ভিক্ষ লাগিয়ে দেবে-তাহসিনা আফরিন 
Friday March 20, 2020 , 9:03 pm
Print this E-mail this

হাত ধোয়ার জন্য স্যানিটাইজার না, সাবান পানিই যে কোন অবস্থায় বেস্ট

ব্যবসায়ীরাদের আস্কারা দিয়েন না, দুর্ভিক্ষ লাগিয়ে দেবে-তাহসিনা আফরিন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নাসারা ইহুদি বিধর্মীর দেশ স্পেন। এখানে করোনাভাইরাসের প্রতিরোধী সামগ্রির একটি জিনিসেরও দাম বৃদ্ধি পায় নি। তবুও সবাই কিনেছে বলে আপাতত মার্কেটে পাওয়া যাচ্ছে না। এরপরেও সাপ্লাইতে অল্প বিস্তর যা আছে, সেটা নিয়েও নয়-ছয় করার সুযোগ কেউ নিচ্ছে না। বলা আছে কঠোরভাবে, একেক অফিস বা বাসা সর্বোচ্চ পাঁচ প্যাকেট করে স্যানিটাইজার কিনতে পারবে। এড্রেস অনলাইনে তুলে দেওয়া হয়েছে, তাই আপাতত এর বেশি কেউ কোন দোকান থেকেই মজুদ করতে পারবে না। তো, দক্ষিন এশিয়ার ৯০% মুসলিম দেশের কি খবর শুনি?! মজুদদারি তো ইসলাম ধর্মে হারাম। তবুও জিনিস পত্রের দাম বেড়েছে না? লোকে কিনে কিনে স্টক ভরাচ্ছে না? বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের কাটতি, তাই না?! এবার ঢাকায় যাবার পর সারাক্ষণ আমার মনে হচ্ছিল, রোজ সকালে কোন বিশাল এক কার্পেট এই শহরের উপর ঝেড়ে রাখা হয়!! সে ধূলার আস্তরণ সারাদিন শহরটাকে ডুবিয়ে রাখে। সত্যিকার সতর্ক হলে সারা বছর মাস্ক পরার কথা। সারা বছর শহরের ধূলা কমানোর আন্দোলন করার কথা। বাসা বাড়ির কনস্ট্রাকশনের কাজ কোনভাবেই খোলা রেখে করার কথা না। সড়ক বানানো বা মেরামতের নামে রাস্তায় রাস্তায় ধূলার আখড়া করার কথা না। ৫০% ঢাকা বাসী এই শহরে বসবাস জনিত শ্বাস যন্ত্রের রোগে ভোগে। শীতের সময় হাসপাতালে শিশু আর বৃদ্ধ রোগীতে ভরে যায়। নীরবে সেখানে মৃত্যুহার আরও অনেক বেশি থাকে। করোনার চাইতেও বেশি! যা হোক, মাস্কে কোন ফারাক নেই। মাস্ক এর ভুল ব্যবহারে তা থেকে রোগ ছড়াবার সুযোগ আরো বেশি। হাত ধোয়ার জন্য স্যানিটাইজার না, সাবান পানিই যে কোন অবস্থায় বেস্ট। আতঙ্কিত হবেন না। বাংলাদেশে সাধারণ সময়েই যে সব জীবানু বাতাসে থাকে, আমরা জাতিগত ভাবে ময়লা করে – ময়লায় বাস করে – ময়লায় জীবন যাপন করে অভ্যস্ত; এই রকম করোনার বাপ কেন, দাদাও এসে আমাদের কাবু করতে পারবে না। শুধু শুধু করোনা ইস্যুতে তাই বাজার অস্থির করবেন না। নিজেরা আতঙ্কিত হয়ে মজুদের আচরণ করলেই ব্যবসায়ীরা আস্কারা পাবে। তাদের আস্কারা দিয়েন না। দুর্ভিক্ষ লাগিয়ে দেবে নয়ত। ঈশ্বর সবাইকে নিরাপদ রাখুন।

লেখক : তাহসিনা আফরিন, সেকেন্ড সেক্রেটারি, বাংলাদেশ অ্যাম্বাসি, মাদ্রিদ, স্পেন।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা