Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার সেরা ৪ দল বরিশাল বিশ্ববিদ্যালয়ের 
Monday November 22, 2021 , 11:46 am
Print this E-mail this

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্য’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য

বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার সেরা ৪ দল বরিশাল বিশ্ববিদ্যালয়ের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিভাগীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (বিইউডিএস) দল ‘বিইউডিএস-ত্রিমাত্রিক’। বিজয়ী দলের সদস্যরা হলেন ব্যবস্থাপনা বিভগের শিক্ষার্থী আমিনুল ইসলাম আশিক, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আখতারুজ্জামান সিয়াম এবং ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী লামিয়া বন্যা। ‌রোববার (নভেম্বর ২১) সন্ধ্যায় একই বিশ্ববিদ্যালয়ের আরেক দল ‘বিইউডিএস-দ্রোহ’র সাথে ফাইনালে জয়লাভ করে তারা। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্য’-প্রতিপাদ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের (বিডিএফ) এই বিতর্ক প্রতিযোগিতায় আয়োজন করে। রানারআপ দলের সদস্যরা হলেন-সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লিয়ন শেখ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিফাত খান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম ইয়ামিন। সেমিফাইনালিস্ট বাকি দুই দল হলো ‘বিইউডিএস-দূর্বার’ ও ‘বিইউডিএস-শঙ্খচিল’। এর আগে গত ১৯ নভেম্বর বরিশাল বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের ১৬টি দলের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতাটি শুরু হয়। যার মধ্যে বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ৪টি দলই সেমিফাইনালে লড়াই করে। প্রতিযোগিতার আয়োজক ও বিডিএফ বরিশাল অঞ্চলের সদস্য ও বরিশাল ডিবেটিং সোসাইটির সভাপতি মো: শামীম মাহমুদ বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে বরিশাল অঞ্চলের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা দুর্নীতির ভয়াবহতা ও এর কুফল সম্পর্কে জানতে পেরেছেন। আশা রাখি এসব তরুণের মাধ্যমেই আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ। সার্বিক বিষয়ে বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট বাহাউদ্দিন আবির বলেন, দুর্নীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে। দুর্নীতি থেকে বেরোতে হলে দরকার একটি দৃঢ় চেতনা, ইচ্ছাশক্তি আর প্রবল যুক্তিবোধ। বিইউডিএস সেই জায়গায় যুক্তির মিছিলে মুক্তির পথে স্লোগানে মানুষ গড়ায় নিজেকে নিবেদিত করেছে। আর বরিশালে সেমিফাইনালে চারটি দলই বিইউডিএসের আসার মাধ্যমে আমরা নিজেদের আরও একধাপ এগিয়ে নিয়ে গেছি। এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। উল্লেখ্য, ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্য’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো-বক্তব্য, তথ্য উপস্থাপন ও যুক্তিখণ্ডনের মাধ্যমে বাংলাদেশের তরুণ-তরুণীদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করা।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন