Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১১, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বিএমপি উত্তর বিভাগে কুষ্টিয়া জেলায় পদায়িত পুলিশ সুপারের বদলি জনিত বিদায় সংবর্ধনা 
Monday February 15, 2021 , 11:58 pm
Print this E-mail this

টেকসই আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা জরুরি-মোঃ খাইরুল আলম, পদায়িত পুলিশ সুপার

বিএমপি উত্তর বিভাগে কুষ্টিয়া জেলায় পদায়িত পুলিশ সুপারের বদলি জনিত বিদায় সংবর্ধনা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় বিএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর কার্যালয় সম্মেলন কক্ষ বরিশালে, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহানের সঞ্চালনায় উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম’র কুষ্টিয়া জেলায় পদায়িত পুলিশ সুপার হিসেবে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা। বিদায় সংবর্ধনার সভাপতি সহ সকল কর্মকর্তাবৃন্দ তথা সহকর্মীদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার চৌকশ কর্মকর্তা হিসেবে আলোচিত হন, একই সাথে বিদায়ী অতিথি ও তাঁর আলোচিত সফল ছাদ বাগানী, পুনাক বিএমপি সাধারণ সম্পাদিকা দিলরুবা আলম (সহধর্মিনী মোঃ খাইরুল আলম)’র উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বিদায়ী অতিথিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা, সম্মাননা সূচক ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন। বিদায়ী অতিথি সহকর্মীদের উদ্দেশ্যে বলেন, একটি দেশ টেকসই উন্নয়নের মহাসড়কে অবস্থান করার পাশাপাশি টেকসই আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা জরুরি। অপরাধ নিয়ন্ত্রন করে সমাজে শান্তি শৃংখলা স্থিতিশীল রেখে জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার জন্য আমাদের নিয়োগ দেয়া হয়েছে। সেই লক্ষ্য মাথায় রেখে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএমবার’র নেতৃত্বে সারা বাংলাদেশের অন্যান্য ইউনিটের রোল মডেল হিসেবে বিগত কর্মক্ষেত্রে নিরলস প্রচেষ্টা নিয়ে কাজ করেছি, গোটা উত্তর বিভাগ একটি টিম হয়ে মহামারি করোনাকালে করোনা প্রতিরোধে কাজ করেছি। অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন সময়ে এক সাথে অপারেশন করেছি। যা চেনা অচেনা বিভিন্ন গণমাধ্যমে জয়গান হিসেবে ফুটে উঠেছিল। আমাদের এ অর্জনকে ধরে রাখতে হবে। মনে রাখতে হবে বর্তমানে আমরা মুজিব বর্ষ অতিক্রম করছি।”মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”-আমরা সেই জনতার পুলিশ হতে কাজ করছি। বরিশাল থেকে কুষ্টিয়ায় আমার পদায়ন আমি মনে করি আমাকে আমার কাজের স্বীকৃতি দেয়া হয়েছে, অতএব এ বিদায় আনন্দের। এই ধারা আরও বেগবান রেখে পরবর্তি কর্মক্ষেত্রে আরও সুনামের সাথে কাজ করে জনগনের আস্থা অর্জন করতে পারলে সত্যিকারার্থে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবীত জনগণের পুলিশ হতে পারবো। এটাই আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত। এসময় উপস্থিত ছিলেন, বিএমপি কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম, এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক অপারেশন বিপ্লব মিস্ত্রী, কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক অপারেশন লোকমান হোসেন সহ উত্তর বিভাগের সর্বস্তরের সহকর্মীবৃন্দ।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী