মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্টোপলিটনের ৪ থানার অফিসার ইনচার্জ (ওসি)-দের বদলী করেছে পুলিশ হেডকোয়াটার। নির্ভরযোগ্য সূত্রে জানা, আজ বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার থেকে এ আদেশ জারি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমানকে সিআইডিতে বদলী করা হয়। বন্দর থানার অফিসার ইনচার্জ বিপ্লব মিস্ত্রীকেও সিআইডিতে বদলী করা হয়েছে। অপরদিকে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মো: আসাদুজ্জামানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-তে বদলী করা হয়। এদিকে বরিশাল বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মো: লোকমান হোসেনকে সিআইডিতে বদলী করা হয়। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে নতুন করে এখানে কাউকে অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়নি।