Current Bangladesh Time
রবিবার জুলাই ১৩, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গণসংযোগে হামলার অভিযোগ তাপসের 
Sunday January 12, 2020 , 7:47 pm
Print this E-mail this

গণসংযোগে হামলার অভিযোগ তাপসের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সম্প্রীতির রাজনীতি সূচনার কথা বলার পরপরই বিএনপির লোকজন আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীর গণসংযোগে হামলা করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তাপস অভিযোগ করে বলেন, আমি শনিবার (১১ জানুয়ারি) আরকে মিশন রোডে নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে বিএনপির হয়ে মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেনের বাসায় গিয়েছি। সেখানে সবার সঙ্গে দেখা করেছি, ভোট প্রার্থনা করেছি। আমি বলেছিলাম, এখন থেকে সম্প্রীতির রাজনীতি চলবে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা সেখান থেকে চলে আসার পরই সন্ধ্যার দিকে তারা অতর্কিতভাবে আমাদের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীসহ গণসংযোগে যারা ছিল তাদের ওপর আক্রমণ করেছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। রোববার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর শন্তিনগর কাঁচাবাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি এই অভিযোগ করেন। তাপস বলেন, আমরা চাই সম্প্রীতির রাজনীতি, পরিবর্তনের রাজনীতি। আমরা এই রাজনীতির সূচনা করতে চাই। আমরা আশা করবো, সবাই আমার সঙ্গে সেই সূচনায় অংশ নেবেন। আমরা একটা সুন্দর, সম্প্রীতির রাজনীতি ঢাকাবাসীকে উপহার দেবো। এ সময় তার সঙ্গে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক আবুল এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলী ছিলেন। তাপস এই দুই প্রার্থীকে সবার সঙ্গে পরিচয়ও করিয়ে দেন। এরপর তিনি পল্টন, মালিবাগ, সেগুনবাগিচা, মতিঝিল, শাহজাহানপুর, সিদ্ধেশ্বরী, বেইলি রোড এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।




Archives
Image
খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা
Image
খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
Image
বরিশাল ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী পেল জিপিএ-৫
Image
নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশনা বাতিল
Image
বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে : মির্জা ফখরুল