Current Bangladesh Time
রবিবার এপ্রিল ২৮, ২০২৪ ১২:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বারবার চেয়েও পিপিই না পেয়ে নগ্ন হয়ে প্রতিবাদ করেছেন জার্মানির একদল চিকিৎসক! 
Thursday April 30, 2020 , 2:09 pm
Print this E-mail this

এই প্রতিবাদের নাম দেওয়া হয়েছে, ‘ব্লাংকে বেডেকেন’ বাংলায় তর্জমা করলে যার অর্থ দাড়ায় ‘নগ্ন সংশয়’

বারবার চেয়েও পিপিই না পেয়ে নগ্ন হয়ে প্রতিবাদ করেছেন জার্মানির একদল চিকিৎসক!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবা দিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দরকার মাস্কসহ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)। বারবার চেয়েও পিপিই না পেয়ে নগ্ন হয়ে প্রতিবাদ করেছেন জার্মানির একদল চিকিৎসক। মঙ্গলবার এ সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। জার্মানির ওই চিকিৎসক দল বলছেন, আমরা কতটা অরক্ষিত সেটা সরকারকে বোঝাতেই প্রতিবাদের এই যুতসই পথ বেছে নিয়েছি আমরা। প্রতিবাদে অনেকে পোশাক ছেড়ে শরীর ঢেকেছেন প্রেসক্রিপশনে। কেউ রোগীর রেকর্ড ফাইলে তো কেউ আবার লজ্জা লুকিয়েছেন মেডিকেল ইনস্ট্রুমেন্টের আড়ালে। এই প্রতিবাদের নাম দেওয়া হয়েছে, ‘ব্লাংকে বেডেকেন’ বাংলায় তর্জমা করলে যার অর্থ দাড়ায় ‘নগ্ন সংশয়’। ব্যতিক্রমী উপায়ে প্রতিবাদ জানানো ওই চিকিৎসকদের অভিযোগ, জার্মানিতে করোনার প্রাদুর্ভাব শুরুর পর অর্থাৎ জানুয়ারির শেষ থেকে সরকারের কাছে সুরক্ষা সরঞ্জাম চেয়ে আসছেন তারা। কিন্তু তিন মাস কেটে গেলেও তা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন না চিকিৎসকরা। আর তাই অভিনব এমন প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তারা। প্রসঙ্গত, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সংকটে সমালোচনার মুখে বেশির ভাগ দেশের সরকার।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ