|
আহত হাফিজকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়
বানারীপাড়া পৌর শহরে দুর্ধর্ষ ডাকাতি গুরুতর আহত-১
মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়া পৌর শহরের ৭নং ওয়ার্ডে গত শুক্রবার রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে, এতে বাড়ীর মালিক মোঃ হাফিজুর রহমান হাফিজকে গুরুতর আহত করে ডাকাত দল। আহত হাফিজকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। গত শুক্রবার রাতে বানারীপাড়া পৌর শহরের ৭নং ওয়ার্ডে হাফিজের বাসায় একদল সশস্র ডাকাত বাসার দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। বাসার মেইন গেটে তালা না থাকায় ডাকাত দল সহজেই দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় হাফিজের বাসার সবাই ঘুমে থাকায় কিছু বুঝে উঠার আগেই ডাকাতদল হাফিজের উপর অতর্কিতভাবে রামদা ও চাপাতি দিয়ে আঘাত করতে থাকে। তার স্ত্রী ও মেয়ে অন্য রুমে থাকায় শব্দ পেয়ে হাফিজকে বাঁচাতে চেঁচামাচি করলে তাদের মেয়ের গলায় চাকু ধরে। তারা মেয়েকে বাঁচাতে আর চেঁচামেচি করতে সাহস পায়নি। ডাকাতদল বাসার মালিক সমাজসেবা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান হাফিজের শরীরের বিভিন্ন জায়গায় ১৬টি কোপ দেয়, এতে করে হাফিজের শরীরের রক্ত শূণ্যতা দেখা দেয়। ডাকাত দল তাদের বাসায় থেকে শুধুমাত্র স্বর্ণালংকার (যার ওজন প্রায় ১০ থেকে ১২ ভরী) এবং নগদ ৪/৫ হাজার টাকা নিয়ে চলে যায় বলে হাফিজের এক মামা জানায়। এ খবর পেয়ে সেখানে পরিদর্শনে আসেন সার্কেল এস-পি (বানারীপাড়া/উজিরপুর) জনাব আকরাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, (ওসি তদন্ত) মোঃ ফারুক খান। এ ব্যাপারে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। থানার (ওসি তদন্ত) মোঃ ফারুক খান জানান, আহত হাফিজকে নিয়ে তারা চিকিৎসার জন্য ব্যস্ত থাকায় তাদের বাসায় তাদের কাউকে পাওয়া যায়নি, তাই এখন পর্যন্ত কোন মামলা রুজু হয়নি ।
Post Views: ০
|
|