|
আমি রাজনীতি করি মানুষের কল্যানে কাজ করার জন্য-শাহে আলম তালুকদার
বানারীপাড়ায় শাহে আলম’র নির্বাচনী শো-ডাউন
মোঃ আনিছুর রহমান মিলন : আগামী একাদশ জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে বানারীপাড়া/উজিরপুর (বরিশাল-২) আসনে চলছে প্রার্থীদের গণসংযোগ, কুশল বিনিময় এবং শোডাউন। বানারীপাড়া/উজিরপুর আসনে এবার প্রার্থী তালিকায় রয়েছে অনেক হেভিওয়েট প্রার্থী। বর্তমান সাংসদ এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার উন্নয়নের ব্যাপারে উদাসীন থাকায় জনসমর্থনে শূন্যের কোঠায় রয়েছেন।দশম জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সাংসদ এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় নেতা শাহে আলমকেও টিকিট দিলেও পরবর্তীতে প্রত্যাহার করে নেন কেন্দ্র। শাহে আলম তালুকদার কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নেন এবং নির্বাচনে প্রার্থীর পক্ষে কাজ করেন। এখানে শাহে আলম সে সুবাদে কেন্দ্রের সুনজরে আছে বলে সকলের ধারণা। গতকাল সকালে শাহে আলমের পক্ষে সহাস্রাধিক নেতা কর্মী মটর সাইকেল যোগে বানারীপাড়া উজিরপুর এলাকায় বিশাল শোডাউন করে। এ সময় শাহে আলম তালুকদার বলেন, আমি রাজনীতি করি মানুষের কল্যানে কাজ করার জন্য, আমাদের নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন তবেই আমি নির্বাচনে অংশ নিব। গত দশম জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ও বর্তমান সাংসদ এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুসকে টিকিট দিয়ে শেষ মুহুর্তে আমাকে প্রত্যাহার করতে বলেন। আমি কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিয়ে তার পক্ষে কাজ করি এবং বিপুল ভোটে বিজয়ী করি বানারীপাড়া/উজিরপুর এলাকার সর্বস্তরের নেতা ক্রমী ও জনগণকে সাথে নিয়ে। আমি মনে করি আমাদের মানবতার মা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জননেত্রী শেখ হাসিনা দশম জাতীয় সংসদ নির্বাচনের কথা মনে রাখবেন। এ আসন থেকে যাকে নৌকা প্রতিক দিয়ে পাঠাবেন আমরা সবাই মিলে নৌকার পক্ষেই কাজ করব এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত করে এই আসন নেত্রীকে উপহার দিব ইনশাল্লাহ।
Post Views: ০
|
|