Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১১, ২০২৫ ৩:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু 
Tuesday May 20, 2025 , 10:11 am
Print this E-mail this

দুটি প্যাকেজ চালু – ‘স্টারলিংক রেসিডেন্স’ ও ‘রেসিডেন্স লাইট’

বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। প্রতিষ্ঠানটি দুটি প্যাকেজ অফার করে সেবা চালু করেছে বলে জানানো হয়েছে। স্টারলিংকের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে বিষয়টি জানানো হয়। এছাড়া মঙ্গলবার (২০ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব ফেসবুকে এক পোস্টেও এতথ্য জানিয়েছেন। তিনি লেখেন, স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। গতকাল বিকেলে তারা ফোন কলে আমাকে বিষয়টি জানিয়েছে এবং আজ সকালে তাদের এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছে। শুরুতে দুটি প্যাকেজ চালু করা হয়েছে ‘স্টারলিংক রেসিডেন্স’ ও ‘রেসিডেন্স লাইট’। এর মধ্যে একটির মাসিক খরচ ৬ হাজার টাকা এবং অপরটির ৪ হাজার ২০০ টাকা। তবে উভয় প্যাকেজেই ৪৭ হাজার টাকা মূল্যের যন্ত্রপাতি সেটআপ এককালীন কিনতে হবে। স্টারলিংকের এই সেবায় স্পিড ও ডেটা লিমিট নেই, অর্থাৎ ব্যবহারকারীরা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ গতি হতে পারে ৩০০ এমবিপিএস পর্যন্ত। বাংলাদেশের গ্রাহকরা আজ (২০ মে) থেকেই অর্ডার করতে পারবেন। মাত্র ৯০ দিনের মধ্যে সেবা চালুর পূর্বপ্রত্যাশা বাস্তবে রূপ নিল। খরচ তুলনামূলক বেশি হলেও, বিশেষজ্ঞরা মনে করছেন-এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য একটি উচ্চমান ও উচ্চগতির টেকসই ইন্টারনেট বিকল্প তৈরি হলো। পাশাপাশি যেসব দুর্গম এলাকায় এখনো ফাইবার বা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছেনি, সেখানে এনজিও, উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও ছোট ব্যবসায়ীদের জন্য এটি হবে একটি কার্যকর সমাধান। এ বিষয়ে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বলে জানান বিশেষ সহকারী।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী