|
বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের শাস্তি নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। তবে নিজের ভুল স্বীকার করায় এক বছরের শাস্তি স্থগিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সাকিব আল হাসানের শাস্তির এ খবর বিশ্ব গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়ের নিষেধাজ্ঞা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি, দ্য গার্ডিয়ান, দ্য টেলিগ্রাফ, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, ডনসহ বিভিন্ন গণমাধ্যম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সাকিবের শাস্তি নিয়ে করা প্রতিবেদনের শিরোনাম দিয়েছে-সাকিব আল হাসান : দুর্নীতির দায়ে নিষিদ্ধ বাংলাদেশ অধিনায়ক। এই প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির প্রস্তাব জানাতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে ২ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এক বছরের শাস্তি স্থগিত করেছে কর্তৃপক্ষ। সাকিব মাঠে ফিরবেন ২০২০ সালের ২৯ অক্টোবর। বিবিসির প্রতিবেদনে সাকিবের মন্তব্যও তুলে ধরা হয়েছে। নিষেধাজ্ঞার পর সাকিব বলেন, আমার প্রিয় খেলা থেকে নিষিদ্ধ হওয়ায় খুবই খারাপ লাগছে। তবে আমি প্রস্তাবগুলো (ম্যাচ পাতানোর) জানাতে ব্যর্থ হওয়ায় নিষেধাজ্ঞা পুরোপুরি মেনে নিচ্ছি। আরেক ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান সাকিবের শাস্তি নিয়ে শিরোনাম করেছে-বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ক্রিকেট দুর্নীতির দায়ে দুই বছর নিষিদ্ধ। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, দুর্নীতি-বিরোধী তিনটি অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে এর মধ্যে এক বছরের জন্য শাস্তি স্থগিত করেছে আইসিসি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে সাকিবকে নিয়ে প্রতিবেদনের শিরোনাম দিয়েছে-দুর্নীতির প্রস্তাব জানাতে ব্যর্থ হওয়ায় নিষিদ্ধ সাকিব আল হাসান। পাকিস্তানের গণমাধ্যম ডন শিরোনাম করেছে-দুর্নীতির দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক : আইসিসি। প্রসঙ্গত, দুই বছর আগে একটি আন্তর্জাতিক ম্যাচের আগমুহূর্তে এক ক্রিকেট জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন সাকিব। ক্রিকেটে সততার সঙ্গে আপোষ করেননি টাইগার তারকা। সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেন সেই প্রস্তাব। তবে সাকিবের ভুল ছিল, তিনি তখনই বিষয়টি আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট-আকসু’কে জানাননি। এজন্যই মূলত শাস্তি হয়েছে তার।
Post Views: ০
|
|