Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ১০:২৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে গুগলের বিশেষ ডুডল 
Monday May 25, 2020 , 5:13 pm
Print this E-mail this

গুগলের ডুডলটিতে ক্লিক করলে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে নজরুলের ১২১তম জন্তজয়ন্তী আজ

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে গুগলের বিশেষ ডুডল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ। বাঙালির আবেগ, অনুভূতিতে জড়িয়ে থাকা চির বিদ্রোহী এ কবির ১২১তম জন্তজয়ন্তী উপলক্ষে আজ বিশেষ ডুডল প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল। এদিকে আজ সোমবার দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ফলে করোনা দুর্যোগের সময়েও ঈদ ও জাতীয় কবির জন্মদিন নতুন মাত্রা এনেছে। গুগলের ডুডলটিতে ক্লিক করলে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে নজরুলের ১২১তম জন্তজয়ন্তী আজ। বাংলাদেশ থেকে গুগলে প্রবেশ করলে এ ডুডল প্রদর্শিত হচ্ছে। কাজী নজরুল ইসলামের জন্ম ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। বাবার নাম কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। নজরুল তাঁর কবিতা, গান ও উপন্যাসে পরাধীন ভারতে বিশেষ করে অবিভক্ত বাংলাদেশে সাম্প্রদায়িকতা, সামন্তবাদ, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে অসুস্থ কবিকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। বঙ্গবন্ধু কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন। পরে তাঁকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়। নজরুজয়ন্তী উপলক্ষে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে জাতীয়ভাবে উন্মুক্তস্থানে কোনো অনুষ্ঠানের আয়োজন হচ্ছে না।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলী




Archives
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার
Image
তাসকিন-মেহেদীদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে
Image
কুয়াকাটায় পানি ও স্যালাইন হাতে পর্যটক-তৃষ্ণার্তদের পাশে ছাত্রলীগ
Image
বরিশালে কারেন্ট জাল ও মাছ সহ আটক ৫
Image
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার