Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১৮, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধন সকল কার্যক্রম ব্যহত 
Friday November 17, 2017 , 11:05 am
Print this E-mail this

জন্মনিববন্ধন কার্যক্রম কবে স্বাভাবিক হবে সে বিষয়ে কিছুই জানা নেই দায়িত্বরতদের

বরিশাল সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধন সকল কার্যক্রম ব্যহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চারটির মধ্যে তিনটি কম্পিউটার নষ্ট থাকায় বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) কর্তৃক জন্ম নিবন্ধনের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে চরম আকারে।এরইমধ্যে প্রায় ২ হাজার জন্ম নিবন্ধন সনদের আবেদন আটকে পড়েছে।কবে নাগাদ কম্পিউটারগুলো ঠিক করা হবে আর জন্মনিববন্ধন কার্যক্রম স্বাভাবিক হবে সে বিষয়ে কিছুই জানা নেই দায়িত্বরতদের।সূত্রমতে,বরিশাল সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধনের মূল কার্যক্রম পরিচালিত হয় নগরের বিবির পুকুর পাড়ের এ্যানেক্স ভবনের দ্বিতীয় তলা থেকে।সেখান থেকেই নিবন্ধনের জন্য আবেদন ফরম নিতে হয়,আবার সেখানেই জমা দিয়ে নির্দিষ্ট সময়ে জন্ম নিবন্ধন সনদ নিতে হয়।কিন্তু গত প্রায় ১ মাস ধরে নিবন্ধন শাখার ৪ টি কম্পিউটারের মধ্যে ৩ টিই নষ্ট থাকায় জন্ম নিবন্ধনের কার্যক্রম ব্যহত।যারফলে এরই মধ্যে প্রায় ২ হাজারের মতো আবেদন জমা পড়েছে।কম্পিউটারের দায়িত্বরতরা জানান,একটি কম্পিউটার দিয়ে প্রতিদিনের আবেদনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না,তার পাশাপাশি ইন্টারনেটে ধীরগতি বিঘ্নতার সৃষ্টি করছে।নিবন্ধন শাখার আবেদন পত্র জমা নেয়ার দ্বায়িত্বে থাকা ইরানী বেগম জানান,বেশকিছুদিন ধরে হঠাৎ করেই জন্মনিবন্ধের চাপ একটু বেশিই রয়েছে।তার ওপরে ৩ টি কম্পিউটার নষ্ট থাকায় প্রায় ১ হাজার ৬ শত আবেদন পত্র ঝুলে রয়েছে নিবন্ধন সনদের অপেক্ষায়।যার মধ্যে অধিকাংশই শিশুদের।বর্তমানে সেবাগ্রহিতাদের সঠিক সময়ে জন্ম নিববন্ধন সনদ দেয়া সম্ভব হচ্ছে না।এদিকে আবুল কালাম আজাদ নামে একজন জানান,তিনি ২ সপ্তাহ আগে জন্ম নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন।বয়স হিসেবে নির্ধারিত ফিও দিয়েছেন কিন্তু এখনো নিবন্ধন সনদ পাননি।কিন্তু তার বাচ্চার উপবৃত্তির জন্য নিবন্ধনের ফটোকপির প্রয়োজনটা এ মুহুর্তে অনেক বেশি।তাই নিবন্ধন শাখায় এসে ধন্যা দিচ্ছেন।সবুজ নামের অপর এক সেবা গ্রহিতা জানান,কম্পিউটার সমস্যার কথা জানতে পেরে তাড়াতাড়ি পাওয়ার উপায় জানতে চাইলে নিবন্ধন শাখা থেকে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার সুপারিশসহ স্বাক্ষর আনতে বলা হয়েছে।কিন্তু তিনি থাকেন নগর ভবনে আর নিবন্ধন হয় বিবির পুকুরের এ্যানেক্স ভবনে।তাই প্রায় ১ কিলোমিটার পথ ঘুরে স্বাস্থ্য কর্মকর্তার স্বাক্ষর আনতে হয়েছে তাকে।তবে কম্পিউটারের বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের নিবার্হী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান।




Archives
Image
দুর্গাপূজায় ৫ কোটি টাকার অনুদান দিচ্ছে সরকার
Image
সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের সাজা
Image
বরিশালে র‍্যাব পরিচয়ে ছিনতাই, শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
Image
১৭ বিয়ের অভিযোগে ডিএফও কবির হোসেন সাময়িক বরখাস্ত
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা