Current Bangladesh Time
রবিবার আগস্ট ৩১, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিমে ডা: রাসেলের অপকর্মের কথা তুলে পরিচালক বরাবর লিখিত অভিযোগ 
Tuesday November 13, 2018 , 6:36 pm
Print this E-mail this

ব্যবস্থাপত্র না পেয়ে রোগীর মা কাঁদতে কাঁদতে বাড়ী চলে যান, শেবাচিম পরিচালক তদন্ত পূর্বক সুষ্ঠ বিচারেরও আশ্বাস দেন

বরিশাল শেবাচিমে ডা: রাসেলের অপকর্মের কথা তুলে পরিচালক বরাবর লিখিত অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের মধ্যে নামকরা চিকিৎসা সেবা হাসপাতাল বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। যেখানে ভালো সেবা পাওয়ার কথা থাকলে সেখানে প্রতিনিয়ত দক্ষিণাঞ্চাল সহ দূর-দূরান্ত থেকে ছুটে আসা রোগীরা অপদস্থ হচ্ছেন প্রতিদিনই। অভিযোগ উঠেছে বরিশাল শেবাচিম-এর শিশু বর্হিবিভাগের চিকিৎসক সালেহ আল দীন বিন রাসেলের বিরুদ্ধে। রোগী ডা: রাসেলের পছন্দমত ডায়গনষ্টিক সেন্টার থেকে পরীক্ষা না করায় রোগীর সাথে অশালীন অশোভন আচরন করেন এবং রোগীর ব্যবস্থাপত্র তো দূরের কথা, রোগীর সব কাগজপত্র ছুঁড়ে ফেলে দেন। রোগীর অভিভাবক বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হাসিব মিয়া এই মর্মে বরিশাল শেবাচিমের পরিচালক ডা: মো: বাকির হোসেনের নিকট লিখিত আকারে একটি অভিযোগপত্রও জমা দিছেন। বিষয়টির সুষ্ঠ তদন্দপূর্বক অভিযুক্ত ডাক্তারের শাস্তিও দাবি করেন। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার অভিযোগকারী তার ০৭ বছরের ছেলে, শাহারিয়াকে শেবাচিমের বর্হিবিভাগের শিশুর ডাক্তার ডা: রাসেলকে দেখান। শিশুর মা ডাক্তারের পছন্দমত ল্যাব থেকে শিশুটির পরীক্ষা-নিরীক্ষা অন্যত্র ল্যাব থেকে করিয়ে পরবর্তীতে রিপোর্টসহ তাকে দেখাতে গেলেই উপরোক্ত ঘটনাটি ঘটে। ব্যবস্থাপত্র না পেয়ে রোগীর মা কাঁদতে কাঁদতে বাড়ী চলে যান। শিশুটির বাবা বরিশাল শেবাচিম বরাবর লিখিত আকারে অভিযোগ করলে বরিশাল শেবাচিম পরিচালক তদন্ত পূর্বক সুষ্ঠ বিচারেরও আশ্বাস দেন।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী