Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১১, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশাল শেবাচিম’র দু’চিকিৎসকের পদোন্নতি 
Sunday December 27, 2020 , 9:13 pm
Print this E-mail this

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন

বরিশাল শেবাচিম’র দু’চিকিৎসকের পদোন্নতি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) অর্থোপেডিক্স সার্জারির দু’চিকিৎসককে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। পদোন্নতিপ্রাপ্তরা হলেন-শেবাচিম বহিঃবিভাগের আবাসিক চিকিৎসক মাসরেফুল ইসলাম সৈকত ও ইনডোর বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা: সুদীপ কুমার হালদার। গত ১৪ ডিসেম্বর ডিপিসি বোর্ডের মাধ্যমে ওই দু’চিকিৎসককে কনসাল্ট্যান্ট পদে পদোন্নতি দেয় মন্ত্রণালয়। উল্লেখ্য, আবাসিক চিকিৎসক মাসরেফুল ইসলাম সৈকত বাংলাদেশ মেডিকেল চিকিৎসক সংগঠন (বিএমএ) বরিশালের সাংগঠনিক সম্পাদক। ২০১৩ সালের বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন মাসরেফুল ইসলাম সৈকত। পরে পঙ্গু হাসপাতাল থেকে উচ্চতর শিক্ষা অর্জন করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসক হিসেবে পদোন্নতি পান। এছাড়া ডাক্তার সুদীপ হালদার শেবাচিম’র ইনডোর ডক্টর্স এ্যাসোসিয়েশনের সভাপতি। ২০১০ সালে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার পদে যোগদান করেন। এরপর তিনি ভান্ডারিয়া, মঠবাড়িয়াা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার পদে যোগদান করেন। যোগদানের পর ২০১৬ সালে অর্থোপেডিক্স সার্জারিতে উচ্চতর ডিগ্রি অর্জন করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগে সরকারি রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। চলতি বছরের ১৪ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ডিপিসি বোর্ডের মাধ্যমে অর্থোপেডিক সার্জারিতে কনসালট্যান্ট হিসেবে পদোন্নতি পান।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী