Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ১২:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিম’র করোনা ওয়ার্ডে ১০ জনের মৃত্যু 
Sunday July 18, 2021 , 1:05 pm
Print this E-mail this

মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার কিছুটা কম

বরিশাল শেবাচিম’র করোনা ওয়ার্ডে ১০ জনের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে বিগত ২৪ ঘন্টায় আরও ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার কিছুটা কমে ৫৭.১৪ ভাগে নেমেছে। হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শনিবার করোনা ওয়ার্ডে ভর্তি ছিলো ২৫৩ জন রোগী। বিগত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ্ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ৫৬ জন রোগী ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘন্টায় এই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন করোনা পজেটিভসহ ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে ভর্তি ছিলো ২৮৩ জন রোগী। গত বছরের ১৭ মার্চ শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ড চালুর পর চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ৯০৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ২৫০ জন। এদিকে মেডিকেল কলেজের আরপি পিসিআর ল্যাবে গত শনিবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ৫৭.১৪ ভাগ। এর আগের দিন পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার ছিলো ৬৪.৩৮ ভাগ। গত বছর ৮ এপ্রিল বরিশাল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব প্রতিষ্ঠার পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন