Current Bangladesh Time
শনিবার এপ্রিল ২৭, ২০২৪ ৮:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে দিনব্যাপী রক্তদান কর্মসূচি 
Saturday October 9, 2021 , 4:18 pm
Print this E-mail this

সন্ধানীর সহযোগীতায় শতাধিক সেনা সদস্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে দিনব্যাপী রক্তদান কর্মসূচি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের শেখ হাসিনা নিবাসের সাত পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন, রক্তদান নিয়ে আমাদের অনেকের মাঝে বিভ্রান্তি আছে। একজন সুস্থ ব্যক্তি রক্ত দিলে তার শরীরের কোনো ক্ষতি হয় না। বরং তার রক্তে আরেকজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচে। স্বেচ্ছায় রক্ত দিতে একটি সুন্দর মন প্রয়োজন বলে মনে করেন তিনি।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার সকালে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে দিনব্যাপী রক্তদান কর্মসূচীর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। সকাল ১০টায় ফিতা কেটে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন সাত পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর সহযোগীতায় শতাধিক সেনা সদস্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন। পরে রক্তদাতাদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় সেনানিবাসের অন্যান্য কর্মকর্তা ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ