Current Bangladesh Time
শনিবার মে ৪, ২০২৪ ৫:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও বিকাশের সমন্বয় কর্মশালা 
Wednesday May 31, 2023 , 6:09 pm
Print this E-mail this

“মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ”

বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও বিকাশের সমন্বয় কর্মশালা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মতো গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এবং বিকাশ। বিএমপির সদর দফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ” শীর্ষক এই কর্মশালায় অংশ নেন মেট্রোপলিটন পুলিশের ৬০ জন তদন্ত কর্মকর্তা। অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এই কর্মশালায়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমপির পুলিশ কমিশনার মো: সাইফুল ইসলাম বিপিএম (বার)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকাশ লিমিটেডের এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিভিশনের উপদেষ্টা অতিরিক্ত আইজিপি (অবসরপ্রাপ্ত) ড. মো: নাজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন, বিকাশ এর ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম সহ বিকাশ ও বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। গ্রাহকদের লেনদেন নিরাপদ রাখতে বিকাশ তার সমস্ত কার্যক্রম দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোরভাবে পরিচালনা করে থাকে। পাশাপাশি বিকাশ তার এজেন্টদের কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য ‘এএমএল ৩৬০ ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন সল্যুশন’ অ্যাপ ব্যবহার করে থাকে এবং নিয়মের কোনো ব্যত্যয় ঘটলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। এমএফএসের মতো গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সারা বছর ধরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে বিকাশ। তারই ধারাবাহিকতায় দেশজুড়ে বিভিন্ন জেলার পর এবার বরিশালে আয়োজিত হলো কর্মশালাটি।




Archives
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার
Image
তাসকিন-মেহেদীদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে
Image
কুয়াকাটায় পানি ও স্যালাইন হাতে পর্যটক-তৃষ্ণার্তদের পাশে ছাত্রলীগ
Image
বরিশালে কারেন্ট জাল ও মাছ সহ আটক ৫
Image
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার