Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ১২:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি)’র বর্ষপূর্তি পালন 
Friday January 31, 2020 , 7:53 pm
Print this E-mail this

বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি)’র বর্ষপূর্তি পালন


নিজস্ব প্রতিবেদক : নবম বর্ষে পদার্পণ করেছে বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি)। বিগত নয় বছর পূর্বে ‘পাঁচ মিনিটে রক্ত দান বদলে যাবেন সুপারম্যান, জীবনকে ভাল বাসুন মাদক থেকে দূরে থাকুন’-এই স্লোগান নিয়ে শুরু হয়েছিলো স্বেচ্ছাসেবী সংগঠনটির পথচলা। সংগঠনটির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‌্যালী, মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

কেক কেটে উদযাপন করা হয়েছে ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী। শুক্রবার (৩১ জানুয়ারি) নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলের সামনে ও বরিশাল সিটি কলেজ প্রাঙ্গনে বর্ষপূর্তি’র এই উৎসব পালন করা হয়। বরিশাল সিটি কলেজ চত্ত্বর ও টাউন হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্বে করেন, সংগঠনের সভাপতি আওলাদ খান। এছাড়া বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলিমুর রহমান বোরাক, ইমরান হোসেন, নিয়ামুল ইসলাম রনি ও রাফি বিশ্বাস। পরে সিটি কলেজ চত্ত্বরে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। এর পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন-বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস, ইউনিসেফ বিভাগীয় প্রধান এইচএম তৌফিক আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার বাহাউদ্দিন গোলাপ, জর্মান নাগরীক তমাল হফার প্রমুখ। এসময় বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরীসহ ডোনারস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বর্ষপূর্তি উপলক্ষ্যে সকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে বিভিন্ন ব্যানার ও প্লাকার্ড নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করে ডোনারস ক্লাবের সদস্যরা, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে রক্ত বিক্রি বন্ধ ও এর বিরুদ্ধে কঠোর আইন করার দাবিতে সদর রোডস্থ টাইন হলের সামনে মানববন্ধনের আয়োজন করে ব্লাড ডোনারস ক্লাবের সদস্যরা। তবে অনুমতি না থাকায় পুলিশের বাঁধায় সল্প সময়ের মধ্যেই তাদের মানববন্ধন কর্মসূচি শেষ হয়ে যায়।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন