মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কর্মরত সাংবাদিকদের সংগঠন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (ডিসেম্বর ২২) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেক কাটার মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আহ্বায়ক সুমাইয়া আখতার তারিন, যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সোহাগসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আহ্বায়ক সুমাইয়া আখতার তারিন বলেন, ক্যাম্পাস সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে ২০১৯ সালের ২২ ডিসেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব যাত্রা শুরু করে। ‘মুক্তিযুদ্ধের চেতনায় সাহসী লেখনী’ স্লোগানকে সামনে রেখে প্রেসক্লাব এগিয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতেও ক্যাম্পাস সাংবাদিকতায় সার্বিক উন্নয়নে এবং নতুন সাংবাদিক তৈরির লক্ষ্যে কাজ করবে ববি প্রেস ক্লাব। যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সোহাগ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছিলো বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে সংগঠনটি ৩য় বছরে পদার্পণ করেছে। তবে এখনো সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে কক্ষ বরাদ্দ না পাওয়ায় কার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে। শুধু সংবাদ প্রকাশই নয় বরং ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের তথ্য সংক্রান্ত সহযোগিতা থেকে শুরু করে নানা ধরণের ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করছে। উল্লেখ্য, ২০১৯ সালের ২২ ডিসেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি এবং ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে সংগঠনটি।