Current Bangladesh Time
শনিবার এপ্রিল ২৭, ২০২৪ ১১:৪২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিভাগের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে নতুন ৩৯৬ জন চিকিৎসকের যোগদান 
Thursday December 26, 2019 , 2:07 pm
Print this E-mail this

বরিশাল বিভাগের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে নতুন ৩৯৬ জন চিকিৎসকের যোগদান


নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে নতুন ৩৯৬ জন চিকিৎসক যোগ দিয়েছেন। ৩৯তম বিসিএস উত্তীর্ণ স্বাস্থ্য ক্যাডারে এসব চিকিৎসক নিয়োগ পেয়েছেন। তবে নতুন ৩৯৬ জন চিকিৎসক যোগদান করার পরও বিভাগে চিকিৎসকের ২৮০টি পদ শূন্য রয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। নতুন যোগদান করা চিকিৎসকদের ওরিয়েন্টেশন বুধবার সকালে (২৫ ডিসেম্বর) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: আবদুর রহিম। শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা: মো: বাকির হোসেন ও সাবেক পরিচালক ডা: মু. কামরুল হাসান সেলিমসহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তরা বলেন, বরিশাল বিভাগে চিকিৎসকের এক হাজার ৬৬টি পদের মধ্যে ৭২৬টি পদ দীর্ঘদিন ধরে শূন্য ছিল। নতুন ৩৯৬ জন চিকিৎসক যোগদানের ফলে চিকিৎসক সংকট অনেকাংশে কমবে এবং রোগী সেবার মানও বাড়বে বলে প্রত্যাশা করেন তারা। নতুন যোগদান করা চিকিৎসকরা জানান, সাধ্যমতো তারা রোগীদের সেবা দেবেন। যে কোনো পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে তারা রোগীদের সেবা কার্যক্রম চালিয়ে যাবেন।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ