নানা অভিযোগ ও বিতর্কের কারণে তিনি দীর্ঘদিন ধরেই আলোচনায়
বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা মহানগরের উত্তরা এলাকা থেকে বরিশাল মহানগরের আলোচিত ছাত্রলীগ নেতা ও বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক ভিপি মঈন তুষারকে আটক করেছে পুলিশ। উত্তরা থানা পুলিশের একটি দল বুধবার রাতে তাকে আটক করে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। মঈন তুষার বাংলাদেশ ছাত্রলীগের বরিশাল বিএম কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। ছাত্র রাজনীতিতে একসময় প্রভাবশালী অবস্থানে থাকলেও নানা অভিযোগ ও বিতর্কের কারণে তিনি দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন। তার নাম জড়িয়ে আছে একাধিক স্পর্শকাতর ঘটনায়, যা বরিশালের রাজনৈতিক অঙ্গনে নানা সময় সমালোচনার জন্ম দিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মঈন তুষারের বিরুদ্ধে অতীতেও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০১৮ সালের নভেম্বরে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাকে সহ সাতজনকে অভিযুক্ত করা হয়। যদিও সে সময় তিনি ওই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র বলে দাবি করে নিজেকে নির্দোষ বলে উল্লেখ করেছিলেন। এর আগেও তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠে আসে। ২০১২ সালের ডিসেম্বরে আইন পরীক্ষায় অনিয়মের অভিযোগে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়—যা শিক্ষাঙ্গনেও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। বর্তমানে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তবে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মঈন তুষারের আটকের ঘটনায় বরিশাল ও ঢাকাসহ বিভিন্ন স্থানে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এই আটকের মাধ্যমে তার পুরনো বিতর্কিত কর্মকাণ্ড নতুন করে সামনে চলে এসেছে। এ বিষয়ে উত্তরা থানা পুলিশের পক্ষ থেকে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।