Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ৩:০৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বাকেরগঞ্জে এসিল্যান্ড তারিকুল ইসলাম উজ্জ্বল’র দায়িত্ব পালনের এক বছর 
Thursday May 14, 2020 , 7:50 pm
Print this E-mail this

বরিশাল বাকেরগঞ্জে এসিল্যান্ড তারিকুল ইসলাম উজ্জ্বল’র দায়িত্ব পালনের এক বছর


দেশের সকল
সরকারী কর্মকর্তা যদি তরিকুল ইসলামের মতো হতো তবে দেশ আরো উন্নত হতো,,,,,,,,,
বাকেরগঞ্জে দায়িত্ব পালনের এক বৎসর পূর্তিতে এসিল্যান্ড তারিকুল ইসলামের বাণী :

প্রিয় বাকেরগঞ্জ বাসী
আজ এ বাকেরগঞ্জ উপজলোয় সহকারী কমিশনার (ভূমি) হিসাবে একবছর কর্মকাল পূর্ণ করলাম। নিঃসন্দেহে বহু কাজ করার থাকলেও করেছি অতি সামান্য। এই এক বছরের মধ্যে করোনা ভাইরাস এর করাল থাবার জন্য অফিস আদালত প্রায় ২ মাস বন্ধ ছিল এবং আমি প্রশিক্ষণে ছিলাম আরও ১মাস। সুতরাং এই একবছরে মাত্র ৯ মাস কাজ করেছি। প্রথম ৪ মাস খুব ধীরে নীতিতে চলেছি। পরবর্তিতে চেষ্টা করেছি এ উপজেলার সাধারণ ভূমি সেবা গ্রহিতাদের প্রত্যাশিত সেবা দেওয়ার। যদওি বিদুৎ, ইন্টারনেট, লজিষ্টিক সহ কিছু চ্যালেঞ্জ ছিল। বিগত এক বছরে চেষ্টা করেছি ভূমি অফিসের ইমেজ এবং সার্বিক কর্মকান্ড গতিশীল করতে। আমি আজ আন্তরিক ধন্যবাদ জানাই বিভাগীয় কমিশনার বরিশাল মহোদয়কে, এছাড়াও বিনর্ম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই জেলা প্রশাসক জনাব এস এম অজিয়র রহমান মহোদয়কে, এডিসি রেভিনিউ জনাব শহীদুল ইসলাম মহোদয় সহ সকল এডিসি এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দকে। আন্তরিক শ্রদ্ধা ও সম্মান জানাতে চাই বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের অভিভাবক আমার মেন্টর জনাব মাধবী রায় স্যারকে যার সার্বক্ষণিক এবং সার্বিক সহযোগিতা, নির্দেশনা ও ভালবাসার জন্য। ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই বাকেরগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা এমপি মহোদয়কে। কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন উপজেলা চেয়ারম্যান মহোদয় ও মেয়র মহোদয়। পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দকে আন্তরিক ধন্যবাদ। সকল দপ্তরের দপ্তর প্রধানসহ কর্মকর্তাবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালাবাসা ও হৃদয় উৎসারিত সম্মান প্রাণপ্রিয় সাংবাদিক ভাইদের প্রতি, তাদের সহযোগিতা আমার চলার পথকে সহজ করেছে। আমার অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসের সহকর্মীবৃন্দ তারা আমার সৈনিক তারা আমার প্রাণ। তাদের সবার প্রচেষ্টায় যা কিছু হয়েছে। সুতরাং সব ভালকাজের তারা পুরো দাবীদার। তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ। মুজিববর্ষকে ঘিরে বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিস শতভাগ ই-মিউটেশন করছে এবং বিগত ১বছরে প্রায় ৪১৯৪ টি মিউটেশন কেস নিষ্পত্তি হয়েছে যার মধ্যে ই-মিউটেশন আবেদন মঞ্জুর ১৮০২ টি এবং নামঞ্জুর ২৩৯২ টি। এ এক বছরে রিভিউ মামলা নিষ্পত্তি হয়েছে ২৩১ টি যা বিগত ১০ বছরের মোট নষ্পিত্তির থেকেও বেশী। যে কোন অফিসের রেকর্ডপত্র সুন্দর করে সাজিয়ে রাখতে রেকর্ডরুম-৩ তৈরি করে বিভিন্ন তাকে সনওয়ারি এবং মৌজাওয়ারি নথি সাজিয়ে রাখা হয়েছে। বিভিন্ন ধরণের রেজিষ্টার উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে ব্যবহৃত হয়। রেজিষ্টার-১ যা জমাবন্দি রেজিষ্টার হিসেবে খ্যাত। মুজিব বর্ষের অন্যতম অঙ্গীকার অধিক জনসেবার প্রতিশ্রুতির সফল বাস্তবায়নে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের যেসকল ছেড়া ও নষ্ট হওয়া রেজিষ্টার-১ ছিল তার প্রায় ২৯২ টি বাঁধাই করা হয়েছে। একইভাবে রেজিষ্টার-২ সহ অন্যান্য প্রায় ৮৪১ টি রেজিষ্টার বাঁধাই করা হয়েছে। এর ফলে বাকেরগঞ্জ উপজেলায় ভূমিসেবা সংশ্লিষ্ট অফিসে ছেড়া বা নষ্ট রেজিষ্টার আর নেই।যেহেতু মুজিববর্ষ সেবাগ্রহিতাদের সর্বোচ্চ সেবা প্রদান এবং তাদের সন্তুষ্টির কথা বিবেচনা করে উপজেলা ভূমি অফিসে “সেবাকুঞ্জ” নামের সেবাগ্রহিতাদের জন্য বসার গোলঘর তৈরি করে জেলা প্রশাসক, বরিশাল জনাব এস এম অজিয়র রহমান কে দিয়ে এর উদ্বোধন করানো হয়েছে। এখানে প্রতি সোম ও বুধবার গণশুনানিও নেওয়া হয়। অর্পিত সম্পত্তি ২০১৯-২০২০ অর্থবছরে ইজারার দাবী নির্ধারণ করা হয় ৭১১২৭৫/- টাকা। মুজিব বর্ষকে ঘিরে উপজেলা ভূমি বিভিন্ন কর্মসূচী যেমন ইউনিয়নে গিয়ে পূর্ব থেকে নোটিশ করে ইজারা প্রদান কিংবা নবায়নের কার্যক্রম গ্রহণ করায় ফেব্রুয়ারি, ২০২০ এর মধ্যে দাবীর শতভাগ আদায় হয়েছে। এরপরেও উপজেলা ভূমি সর্বমোট ৫৩৮ একর অর্পিত সম্পত্তির ৫৩৩ টি মামলা কম্পিউটারাইজড করে সকল মামলা ইজারা কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। খাসজমি ব্যবস্থাপনা, উপজেলা ভূমি অফিসের অন্যতম কর্মকান্ড। ২০১৯-২০২০ অর্থবছরে এ পর্যন্ত ২৫৮ টি পরিবারকে মোট ১৩০.৫৬ একর জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। সরকারি খাস জমি প্রায় ৪ একর ভূমি অবৈধ দখলদার মুক্ত হয়েছে। উল্লেখযোগ্য অভিযানগুলোর মধ্যে গোমা বাজার সংলগ্ন কাচারি বাড়ির সম্পত্তি যা প্রায় ৮৯ শতক; বোথরা বাজারের কাচারি বাড়ির সম্পত্তি প্রায় ১.৫০ একর; বোয়ালিয়া বাজার সংলগ্ন জমি কিংবা বাকেরগঞ্জ সরকারি কলেজের সম্মুখের জমি যা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে জোরালোভাবে উঠে এসেছে। ভূমি উন্নয়ন কর সাধারণ এবং সংস্থার আদায়ে বাকেরগঞ্জ উপজেলা বরিশাল জেলায় অগ্রগণ্য। ২০১৯-২০২০ অর্থবছরে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আদায় মোট দাবীর প্রায় ৫৫%। সুতরাং শতভাগ আদায় এ অর্থবছরে সম্ভব হবে। বাকেরগঞ্জ উপজেলায় দৃষ্টিনন্দন “বঙ্গবন্ধু কর্ণার” তৈরি করা হয়েছে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক, রাজনৈতিক৩৩ টি আলোকচিত্র রয়েছে। এ কর্ণারে রয়েছে একটি বুক কর্ণার যা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে নিয়ে লেখা বিভিন্ন বই। উপজেলা ভূমি অফিস এরই মধ্যে সকল ইউনিয়ন ভূমি অফিসে একসাথে ১৪ টি নতুন সাইনবোর্ড দিয়েছে যার মাধ্যমে সহজেই সেবা গ্রহীতাদের নজরে পড়বে ইউনিয়ন ভূমি অফিস।২ টি নতুন ইউনিয়ন ভূমি অফিস তৈরি হয়েছে এবং ৩ টি ইউনিয়ন ভূমি অফিস সংস্কার করা হয়েছে ও উপজেলা ভূমি অফিস নতুন তৈরির কার্যক্রম চলমান। উপজেলা ভূমি অফিসে নোটিশ বোর্ড নতুন ও আধুনিক করে তৈরি করা হয়েছে। নতুনভাবে সহজতর এবং দৃষ্টিনন্দন করে ‘নাগরিক সেবা প্রতিশ্রুতি বোর্ড’ তৈরি করে উপজেলা ভূমি অফিসের দৃশ্যমান জায়গায় লাগানো হয়েছে, সেবা গ্রহীতারা সহজেই এ বোর্ড থেকে সকল প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। স্থাপন করা হয়েছে নব বিন্যাসে জমি ক্রয় ও এ বিষয়ে সময় একজনকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে এ সংক্রান্ত সাইনবোর্ড। সেবাগ্রহিতারা বিনা প্ররোচনায় জানতে পারবে মূল্যবান জমি সংক্রান্ত তথ্য।এ কার্যালয়ের এসিল্যান্ড এর দরজার সম্মুখে স্থাপন করা হয়েছে ডিজিটাল হাজিরা। কর্মকর্তা ও কর্মচারীগণ ডিজিটাল হাজিরায় তাদের উপস্থিতি নিশ্চিত করেন। এমনকি একজন স্টাফ কোন তারিখে অনুপস্থিত ছিল কিংবা দেরিতে কখন এসেছিল তা জানা যায়।উপজেলা ভূমি অফিসে দালালদের দৌরাত্ম এবং স্বচ্ছ দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনার স্বার্থে ০৬ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর ফলে ভূমি অফিসের বদনাম অনেকাংশে কমে গেছে এবং স্বচ্ছ ভাবমূর্তি ফিরে এসেছে।এ কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের আলাদা আলাদা রুম ও চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেকের রুমের সম্মুখের দেয়ালে প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য এবং ফোন নাম্বার এবং একই সাথে কেউ যদি সেবা দিতে অপারগতা প্রকাশ করে তবে অভিযোগ দায়ের এর ঠিকানা এবং কর্তৃপক্ষের মোবাইল ফোন নাম্বার দেওয়া আছে যা সেবা প্রদান সহজ করে তুলেছে। উপজেলা ভূমি অফিসের ওয়েব পোর্টাল ৯৯% আপডেটেড। এখানে ভূমি সেবা কিংবা তথ্যপ্রদানকারী কর্মকর্তা থেকে শুরু করে সকলের নাম ফোন নাম্বার পাওয়া যাবে। চান্দিনা ভিটির ইজারা প্রদান এবং ইজার নবায়ন করার কর্মসূচী হিসাবে পেরিফেরীভুক্ত হাটবাজারে গিয়ে ইজারা নবায়ন কার্যক্রম মুজিব বর্ষে ব্যাপক সাড়া জাগিয়েছে এ উপজেলায়। বালুমহালের বাইরে যেন কেউ অবৈধ বালি উত্তোলন না করতে পারে তার জন্য এসিল্যান্ড এ নেতৃত্বে ৩ এর অধিক সফল অভিযান করে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১৫লক্ষের বেশী অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ কার্যালয় এবং এর অধীন সকল ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের স্মার্ট আইডি দেওয়া হয়েছে। ক্রয়মূল্যের উর্দ্বগতি ঠেকাতে এবং সরকারের নির্দেশনার, লকডাউন কালীন সময়ে করোনা ভাইরাসের সংক্রমন মোকাবেলায় বাকেরগঞ্জ উপজেলায় এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কর্তৃক ১৪ টি অভিযান এ ১০ টি সহ ২০১৯-২০২০ অর্থবছরে মোট ৫০ এর অধকি মোবাইল কোর্ট করা হয়েছে। যা বিভিন্ন্ জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় বেশ জোরালোভাবে প্রকাশিত এবং প্রচারিত হয়েছে। আর এভাবেই উপজেলা ভূমি অফিস, বাকেরগঞ্জ, বরিশাল এ উপজেলা ভূমি সেবা গ্রহীতাদের সেবা প্রদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মুজিব বর্ষ উপলক্ষে একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে ভূমি সেবা সর্বোচ্চ সহজতর করে স্বল্পতম সময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হোক আজকের অঙ্গীকার।

সূত্র : ফেইসবুক তারিকুল ইসলাম উজ্জ্বল’র কল্যাণে




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন