Current Bangladesh Time
শনিবার নভেম্বর ৮, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল ফিরছেন জেবুন্নেছা আফরোজ এমপি 
Sunday March 4, 2018 , 5:54 pm
Print this E-mail this

২৬ ফেব্রুয়ারী বাংলাদেশে এসে রাষ্ট্রিয় নানান অনুষ্ঠানে অংশ নেন

বরিশাল ফিরছেন জেবুন্নেছা আফরোজ এমপি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : টানা ২০ দিন রাজধানী ঢাকাসহ দেশের বাহিরে রাস্ট্রিয় কাজে ব্যস্ত সময় পার করে রোববার তার নির্বাচনী এলাকা বরিশালের আসছেন সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। আজ থেকেই টানা বেশ কয়েক দিন বরিশালের গুরুত্বপূণ অনুষ্ঠানে অংশ নিবেন বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মীর আদনান হোসেন অভি। তিনি জানান, গত ২০ দিন সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ জাতীয় সংসদ অধিবেশনে যোগদান করাসহ দেশের বিভিন্ন স্থানে সরকারের উন্নয়ন মূলককাজে ব্যস্ত সময় কাটান। এছাড়া দেশের বাহিরে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ইউএন হেডকোয়াটার্স ইউএসএতে আয়োজিত আন্তঃ সরকার সন্মেলনে যোগদান করেছিলেন তিনি। এ উপলক্ষে গত ১৮ ফেব্রুয়ারী ঢাকা ত্যাগ করেন তিনি। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ইউএন হেডকোয়াটার্স ইউএসএতে ২১ থেকে ২৩ ফেব্রুয়ারী সভায় তিনি অংশ নিয়ে গুরুত্বপূণ বক্তব্য রাখেন। তার ওই সফরে সঙ্গি হিসেবে ছিলেন সংসদ সদস্য মোঃ ইশ্রাফিল আলম ও রোকসানা ইয়াসমিন ছুটিসহ জাতীয় সংসদের বিভিন্ন দপ্তরের সচিবরা। তিনি ২৬ ফেব্রুয়ারী বাংলাদেশে এসে রাষ্ট্রিয় নানান অনুষ্ঠানে অংশ নেন। রাজধানী ঢাকা কিংবা দেশের বাহিরে থাকাকালীন সময় তিনি তার নিজ নির্বাচনী এলাকা বরিশালবাসীর খোঁজ খবরও নিয়েছেন।




Archives
Image
চাকরি ফিরে পেতে বরিশালে থালা-বাটি নিয়ে অবস্থান ও বিক্ষোভ
Image
প্রার্থী ঘোষণার মাধ্যমে সরোয়ারের প্রত্যাবর্তন, বরিশাল বিএনপিতে ঐক্যের সুর
Image
ডিসেম্বরেই খুলে দেওয়া হবে বরিশালের ‘গোমা সেতু’
Image
পিরোজপুরের ৩টি আসনের মধ্যে দুটিতে বিএনপির প্রার্থী ঘোষণা
Image
রাস্তা সংস্কারের দাবিতে বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন