Current Bangladesh Time
শনিবার মে ৪, ২০২৪ ৩:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ যৌথ অভিযান, ট্রাকভর্তি জাটকাসহ দুইজন আটক 
Thursday November 14, 2019 , 12:58 pm
Print this E-mail this

বরিশাল নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ যৌথ অভিযান, ট্রাকভর্তি জাটকাসহ দুইজন আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ট্রাকভর্তি জাটকাসহ দুইজনকে আটক করেছে। বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার লাহারহাট ফেরিঘাট থেকে ট্রাকটি আটক করা হয়। কিন্তু ট্রাকটিতে কী পরিমাণ জাটকা ইলিশ রয়েছে সেই বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নৌ-পুলিশ বরিশাল সদর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদশক (এসআই) রেজাউল করিম জানান, ভোলা থেকে ট্রাকভর্তি জাটকা ইলিশ বরিশালে আসছে এমন সংবাদে ফেরিঘাট অভিযান চালানো হয়। একপর্যায়ে একটি ট্রাকে তল্লাশি করে জাটকা পাওয়া যায়। এই ঘটনায় একজনকে আটক করা হয়। একই সময় রাজধানী ঢাকাগামী আব্দুল্লাহ পরিবহনে তল্লাশি চালিয়ে করে আরও বেশকিছু জাটকা উদ্ধার করা হয়েছে। এসময় বাসটি থেকে আরও একজনকে আটক করা হয়। বরিশাল জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, ট্রাকভর্তি মাছ ও আটক দুইজনকে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।’




Archives
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার
Image
তাসকিন-মেহেদীদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে
Image
কুয়াকাটায় পানি ও স্যালাইন হাতে পর্যটক-তৃষ্ণার্তদের পাশে ছাত্রলীগ
Image
বরিশালে কারেন্ট জাল ও মাছ সহ আটক ৫
Image
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার