Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীর কাউনিয়া প্রধান সড়ক থেকে বিকাশ প্রতারনা চক্রের ৪ সদস্য আটক 
Thursday February 20, 2020 , 1:30 pm
Print this E-mail this

বরিশাল নগরীর কাউনিয়া প্রধান সড়ক থেকে বিকাশ প্রতারনা চক্রের ৪ সদস্য আটক


নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কাউনিয়া প্রধান সড়ক এলাকা থেকে বিকাশ প্রতারনা চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১৯ ফেব্রয়ারী) বেলা সাড়ে ১২ টায় বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন-হরবিলাস বালা (৩০) তার স্ত্রী বিনা বালা (২৫), সঞ্জয় মন্ডল (২১), প্রাণ কৃষ্ণ মন্ডল (২০)। এদের মধ্যে হরবিলাস বালা ও তার স্ত্রী বিনাবালার বাড়ী মাদারীপুরের রাজৈর চৌরী বাড়ী। আর সঞ্জয় মন্ডল ও প্রান কৃষ্ণ মন্ডলের বাড়ী ভ্রাম্যনপাড়া, ভাঙ্গা ফরিদপুর। উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম জানান, গত ১৭ ফেব্রয়ারী সোমবার সিলেটের দক্ষিন সুরমা থানায় স্থানীয় একটি মসজিদের খাদেম বিকাশে প্রতারনার মাধ্যমে মসজিদের ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার মামলা করেন, যার নং-১৫। পরে সুরমা থানার ওসি বিকাশ অফিসে যোগাযোগের মাধ্যমে জানতে পারেন, বরিশালের কাউনিয়া এলাকার এক বিকাশ এজেন্টের মাধ্যমে উক্ত ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে। তাৎক্ষনিক তিনি বেতার যন্ত্রের মাধ্যমে বরিশাল কাউনিয়া থানার ওসির সাথে যোগাযোগ করলে কাউনিয়া থানার ওসি বিষয়টি ডিসি (উত্তর) খাইরুল আলমকে অবহিত করেন। এ সময় ডিসি খাইরুল আলম অগ্রাধিকারের ভিত্তিতে আসামীদের আটক করার নির্দেশ দেন।পরে মঙ্গলবার সকাল ১০ টায় কাউনিয়া প্রধান সড়ক এলাকায় ডিসি(উত্তর) খাইরুল আলমের নের্তৃত্বে কাউনিয়া থানার ওসি আজিমুল করিমের পরিচালনায় এসআই আহসান, এসআই মিরাজ, এএসআই সাইফুল, এএসআই সফিক, এএসআই জিয়া, এএসআই হালিমসহ পুলিশে একটি টিম অভিযান চালিয়ে হরবিলাস বালা ও তার স্ত্রী বিনা বালাকে আটক করে। ওই দিন রাত ১২ টায় একই এলাকা থেকে সঞ্জয় মন্ডল ও প্রান কৃষ্ণ মন্ডলকে আটক করা হয়। আটককৃত প্রতারক চক্রটিকে আদালতে সোপর্দ করেছে কাউনিয়া পুলিশ।




Archives
Image
দেশের দুই অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
Image
৫ লাখ লিফলেট বিলি করছে বিএনপি, কী আছে এতে?
Image
মিল্টন সমাদ্দারের স্ত্রী ডিবিতে
Image
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Image
আগুনের পরিধি দুই কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে, তদন্ত কমিটি গঠন