Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন : আফজাল-কাওসার প্যানেলের জয় লাভ 
Friday February 14, 2020 , 8:21 pm
Print this E-mail this

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন : আফজাল-কাওসার প্যানেলের জয় লাভ


স্টাফ রিপোর্টার : বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আফজাল-কাওসার প্যানেল জয় লাভ করেছে। একটি সদস্যপদ ছাড়া বাকি ১০ পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার ভোরে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করেন। আইনজীবী সমিতি সূত্র জানায়, বরিশাল জেলা আইনজীবী সমিতিতে এবার মোট ভোটার ছিলেন ৮৬৬ জন। এর মধ্যে ৭৬০ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উজ্জ্বল কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন। ঘোষিত ফলাফলে অনুযায়ী, সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বরিশাল নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আফজালুল করিম ৪৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থী মজিবর রহমান পেয়েছেন ৩০৫ ভোট। এ ছাড়া গণফোরাম নেতা হিরণ কুমার দাস ২৭ ও স্বতন্ত্রপ্রার্থী দিলীপ কুমার চ্যাটার্জি পেয়েছেন মাত্র ১ ভোট। সহ-সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত অসিত রঞ্জন দাস ৩৯৬, মো: সালাহ উদ্দিন ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত কাইয়ুম খান কায়সার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত মির্জা মো: রিয়াজ হোসেন পেয়েছেন ৩০৮ ভোট। যুগ্ম সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত মো: আব্দুল খালেক ৪৩৫ ভোট ও আহাদ আলী খান ৪৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অর্থ সম্পাদক পদে আওয়ামী লীগের নিয়াজ মাহমুদ খান ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ ছাড়া সদস্য পদে মো: গোলাম ফারুক ৪০৯ ভোট, মো: ইসতিয়াক কবির ৪৭৭, মো: রফিকুল ইসলাম ৫১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সদস্য পদে বিএনপি সমর্থিত একমাত্র প্রার্থী মো: মঈনুল আবেদীন ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।




Archives
Image
বরগুনার আমতলীতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক
Image
বরিশালের গৌরনদীতে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ : ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!