Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ৭, ২০২৫ ৫:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল কোতয়ালী পুলিশের দুরদর্শীতায় হারানো আইফোন ফিরে পেল যুবক 
Monday October 6, 2025 , 8:27 pm
Print this E-mail this

হারানো মোবাইল ফিরে পেয়ে উচ্ছ্বসিত ছাব্বির, পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

বরিশাল কোতয়ালী পুলিশের দুরদর্শীতায় হারানো আইফোন ফিরে পেল যুবক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটনের কোতয়ালী থানা পুলিশের দুরদর্শীতায় হারিয়ে যাওয়া আইফোন মোবাইল ফিরে পেল এক যুবক। গতকাল (অক্টোবর ৫) রোববার রাত ১০ টার দিকে উদ্বারকৃত মোবাইলটি মালিকের কাছে হস্তান্তর করে পুলিশ। এর আগে মোবাইল হারানোর অভিযোগে গত ৬ সেপ্টেম্বর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন (যার নং- ৪১৭) ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মো: রেজাউল করিমের ছেলে মো: ছাব্বির হাসান। মোবাইলটির মডেল হচ্ছে – iPhone 15 Pro max যাহার IMEI-357164768920517, 357164769645840। ডায়েরীভুক্ত হওয়ার পর বিষয়টির তদন্তকারী হিসেবে নিযুক্ত হন থানার এএসআই মো: সাইদুল ইসলাম। এরপর থেকেই তিনি মোবাইলটি উদ্বারে সক্রিয় হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় দুরদর্শী ও দক্ষতার মাধ্যমে বিপুল অর্থের এ মোবাইলটি উদ্বারে সক্ষম হন। পরবর্তীতে প্রকৃত স্বত্তাধীকারি ছাব্বিরের কাছে মুঠোফোনটি হস্তান্তর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান ও এসআই রুহুল আমিনসহ অন্যান্যরা। এদিকে হারানো মোবাইল ফিরে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ছাব্বির জানান, খুব স্বল্প সময়ের মধ্যেই আমার দামি ফোনটি উদ্ধার করে দিয়েছেন কোতয়ালী মডেল থানা পুলিশ। আমি তাদের ওপর কৃতজ্ঞতা প্রকাশ করছি।




Archives
Image
বরগুনায় বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেফতার
Image
বরিশাল কোতয়ালী পুলিশের দুরদর্শীতায় হারানো আইফোন ফিরে পেল যুবক
Image
চলন্ত লঞ্চে অসুস্থ যাত্রী, ৯৯৯ নম্বর ফোনকলে উদ্ধার
Image
বরিশালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
Image
বাংলাদেশে আগের চেয়ে ভারতীয় ভিসা ইস্যু বেড়েছে : বিক্রম মিশ্রি